ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সত্যজিৎ রায়ের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের (Kalyani University) জার্নালিজম সার্টিফিকেট কোর্সের উদ্যোগে একদিনের আন্তর্জাতিক আলোচনাসভা অনুষ্ঠিত হল। এই দিনই প্রকাশিত হল ‘অপরাজিত সত্যজিৎ’ সিরিজের পঞ্চম খণ্ড তথা সর্বশেষ খণ্ড। এই গ্রন্থ প্রকাশকে কেন্দ্র করে আগামীকালই বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল একটি বিশ্বমানের আলোচনাসভা। সেখানে বক্তা হিসেবে ছিলেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, অভিনেত্রী-পরিচালক চৈতী ঘোষাল, প্যারিস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনম্বর আদিত্য চৌধুরী।
ব্যক্তিগত ঘনিষ্ঠতার স্মৃতিচারণ (Kalyani University)
আলোচনাসভায় ছিলেন প্রায় ৫০০’র বেশি গবেষক, ছাত্রছাত্রী ও অধ্যাপক (Kalyani University)। বক্তব্য রাখেন অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক প্রবীর প্রামাণিক, ড. তুষার পটুয়া প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত। বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, যিনি সত্যজিতের সঙ্গে তাঁর ব্যক্তিগত ঘনিষ্ঠতার স্মৃতিচারণ করেন। অভিনেত্রী চৈতী ঘোষাল তাঁর বাবার সাথে সত্যজিতের সম্পর্ক এবং তাঁর ছোটবেলায় সত্যজিৎ কীভাবে জড়িয়ে ছিলেন সেই গল্প শোনালেন। ফ্রান্সের প্যারিস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনম্বর আদিত্য চৌধুরী সত্যজিতের বিদেশে প্রভাবের কথা বললেন।
‘বিশাল বটগাছের মতো মানুষ তিনি’ (Kalyani University)
‘অপরাজিত সত্যজিৎ’ গ্রন্থমালার সম্পাদক অধ্যাপক সুখেন বিশ্বাস সত্যজিৎ সম্বন্ধে বলেন (Kalyani University), ‘প্রাচ্যের উপনিষদীয় শৃঙ্খলা, পাশ্চাত্যের যুক্তিবাদী নিষ্ঠা ও পরিশ্রম-মনস্কতায় বিশাল বটগাছের মতো মানুষ তিনি। শান্ত নিবিড় ছায়া ও বাঙালিয়ানার চিরন্তন প্রতিচ্ছবি।’ গ্রন্থটির ভূমিকায় সত্যজিৎ বিশেষজ্ঞ শমীক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “লক্ষ করেছি, ইতিহাসগতভাবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে বিদ্যায়তনিক প্রাতিষ্ঠানিকতার প্রসাদে, খণ্ডে খণ্ডে ‘অপরাজিত সত্যজিৎ’ প্রকাশে ওই চর্চাকল্পেরই যেন আর এক স্তরে উত্তরণ ঘটেছে।”

আরও পড়ুন: Abantika Roy: প্রথম দশে কলকাতার একমাত্র স্থানাধিকারী, অবন্তিকা রায়ের নজরকাড়া সাফল্য
৫৫ জন লেখক লিখেছেন
‘অপরাজিত সত্যজিৎ’ এই বইয়ে রয়েছে সত্যজিতের মামাতো বোন সুকৃতি রায়চৌধুরী ও ভাগ্নে অরূপ রায়চৌধুরীর আবেগঘন স্মৃতিচারণা। এই বইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পরতুগাল, জার্মানি, ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারতের ৫৫ জন লেখক লিখেছেন। লেখকসূচিতে রয়েছেন ক্লারা লোর্যান্ড, সুনীল গঙ্গোপাধ্যায়, স্মরণ ঘোষাল, পবিত্র সরকার, সুব্রত রুদ্র, বিপ্লব চট্টোপাধ্যায়, কিন্নর রায়, জীতু কামাল, পরান বন্দ্যোপাধ্যায়, বিনায়ক বন্দ্যোপাধ্যায়, হিরণ মিত্র, সম্রাট মুখোপাধ্যায়, অভিষেক রথ, বরুণজ্যোতি চৌধুরী, রাতুল বন্দ্যোপাধ্যায়, আবাহন দত্ত, প্রেমাংশু চৌধুরী প্রমুখ।

শেষ খণ্ডটি নতুন মাত্রা পেয়েছে
‘অপরাজিত সত্যজিৎ’ সিরিজের পঞ্চম খণ্ডে সত্যজিতের কিছু অপ্রকাশিত ছবি, যেগুলি মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং জাপানে তোলা। পূর্ণদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্রে যে-সমস্ত গান ব্যবহার করেছেন সত্যজিৎ তার গীতিকার, সুরকার, শিল্পীর তালিকা পরিশিষ্ট অংশে রয়েছে, যার ফলে শেষ খণ্ডটি নতুন মাত্রা পেয়েছে। সিরিজের প্রতিটি খণ্ডই পাঠকের সত্যজিৎ সম্পর্কে সমৃদ্ধ করতে পারবে এমনই আশা রাখেন গ্রন্থমালার সম্পাদক অধ্যাপক সুখেন বিশ্বাস।