ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুলিশি অভিযানে ভেস্তে গেল এ রাজ্য পেরিয়ে ইউরোপে পারি দেওয়ার ছক। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে মধ্যমগ্রাম থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশি। ধৃতের বিরুদ্ধে ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট তৈরির অভিযোগ (Fake Passport Case)। ব্যবহৃত নথি বা কেওয়াইসি ডকুমেন্ট সমস্ত ভুয়ো-অস্তিত্বহীন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম পলাশ বিশ্বাস (২৮)। তাকে সোমবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থেকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে জাল ঠিকানা, ভুয়ো কাগজপত্র দেখিয়ে ‘আসল পাসপোর্ট’ (Fake Passport Case) তৈরি করার অভিযোগ উঠেছে। জাল নথি ব্যবহার করে ‘আসল পাসপোর্ট’ বানায় ধৃত পলাশ প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ধৃতকে জেরায় সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। পাসপোর্টে উল্লিখিত ঠিকানা, কেওয়াইসি নথিও অস্তিত্বহীন বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:https://tribetv.in/mamata-banerjee-news-over-malda-district-administration/
আরও পড়ুন: https://tribetv.in/mamata-banerjee-worried-about-sanjay-roy-getting-parole/
জানা গিয়েছে, ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট (Fake Passport Case) তৈরির বিষয়টি জানাজানি হতেই সোমবার মধ্যমগ্রামে ডেকে পাঠানো হয় পলাশকে। জিজ্ঞাসাবাদের পরই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারির পরও বারবার ভুয়ো তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা চালায়। তাতে অবশ্য বিশেষ লাভ হয়নি।