ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পহেলগাঁওয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক (Operation Sindoor Debate) সন্ত্রাসবাদী হামলার ঘটনায় এখনও কোনও জঙ্গিকে গ্রেপ্তার করা হয়নি, এই প্রশ্ন তুলে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লিতে লোকসভায় ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিশেষ অধিবেশন বসছে, সেখানে তৃণমূলের অবস্থান তুলে ধরতে দিল্লি রওনা দেন তিনি।
বাংলাতেই বক্তব্য পেশ (Operation Sindoor Debate)
কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক (Operation Sindoor Debate) জানান, সিঁদুর-বিতর্কে দলের তরফে বক্তব্য রাখবেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ এবং তিনি বাংলাতেই বক্তব্য পেশ করবেন। উল্লেখযোগ্য, এর আগেই ২১ জুলাই ধর্মতলার মঞ্চ থেকে অভিষেক বলেছিলেন, এবার সংসদে বাংলায় বক্তৃতা দেবে তৃণমূল। এই প্রসঙ্গেই এদিন তিনি বিজেপির বিরুদ্ধে ভাষা-সন্ত্রাসের অভিযোগ তুলে বলেন, “যাঁরা বাংলার মানুষদের উপর অত্যাচার করছে, তাঁরা ২০২১ এবং ২০২৪-এ শিক্ষা পেয়েছে, ২০২৬-এ আরও কঠিন শিক্ষা পাবে।”
বিজেপিশাসিত রাজ্যে নিপীড়ন (Operation Sindoor Debate)
পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালিদের উপর বিজেপিশাসিত রাজ্যে (Operation Sindoor Debate) নিপীড়নের অভিযোগ তুলে তিনি আরও বলেন, “বিহারের ভোটার তালিকা নিয়ে যে সমীক্ষা চলছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে। বাংলায় হার মেনে নিতে না পেরে বাঙালিদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।” তাঁর দাবি, এই প্রবণতা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

অনুপ্রবেশ সংক্রান্ত বিতর্ক
অনুপ্রবেশ সংক্রান্ত বিতর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দিকেই আঙুল তুলেছেন অভিষেক। তাঁর বক্তব্য, “অনুপ্রবেশ রোখার দায়িত্ব বিএসএফের। তারা ব্যর্থ, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিএসএফ ডিজিকে কেন জবাবদিহি করতে হবে না?” সেই সূত্রেই তাঁর প্রশ্ন, “পহেলগাঁও হামলার পর এতদিন কেটে গেলেও দোষীরা এখনও অধরা কেন?”
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়েও কঠোর অবস্থান নিয়েছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর সমাজমাধ্যমে এক পোস্টে অভিষেক লেখেন, “ভারতের উচিত নয় পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সম্পর্ক রাখা। একমাত্র যুদ্ধক্ষেত্রেই ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক হতে পারে। সেই যুদ্ধে পুরস্কার হবে পাক অধিকৃত কাশ্মীর।”
আরও পড়ুন: Israel Gaza Conflict: গাজায় দিনের আলোয় যুদ্ধবিরতি, রাতের অন্ধকারে হামলা, সমালোচনার মুখে ইজরায়েল!
তিনি ক্রিকেট নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তাঁর মতে, পাকিস্তানের সঙ্গে খেলার কোনও যুক্তিই নেই। তাঁর মন্তব্য, “যদি খেলাই হয়, তাহলে তা হোক নিয়ন্ত্রণরেখায়। এবং সেই ম্যাচের ট্রফি হবে পাক অধিকৃত কাশ্মীর।” সবমিলিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক, কূটনৈতিক এবং নীতিগত স্তরে তৃণমূলের লড়াইকে আরও চওড়া করলেন অভিষেক, এক নতুন উচ্চতায় তুলে দিলেন পহেলগাঁও ইস্যু ও ‘অপারেশন সিঁদুর’ বিতর্ককে।