ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অক্সিজেন যেমন জীবনের একটি অপরিহার্য উৎস। ঠিক তেমনই আমাদের ত্বকের স্বাস্থ্যের জন্যও অক্সিজেন সমানভাবে অপরিহার্য। সাম্প্রতিক সময়ে এই অক্সিজেন ফেসিয়াল(Oxygen Facial) একটি জনপ্রিয় সৌন্দর্য চিকিৎসা হয়ে উঠেছে। কিন্তু অক্সিজেন ফেসিয়াল কি এবং এটি আপনার ত্বকের উপর কীভাবে কাজ করে? আসুন জেনে নেওয়া যাক।
ফেশিয়ালের গুণে সমাধা ত্বকের অনেক সমস্যার (Oxygen Facial)
সৌন্দর্যের জাদু লুকিয়ে আছে আমাদের ত্বকেই। নজরকাড়া রূপের জন্য কেউ ভরসা রাখেন ঘরোয়া টোটকায়। আবার কেউ নিয়ম করে প্রতি মাসে যান পার্লারে। রূপচর্চার প্রসঙ্গ উঠলেই সবার আগে এসে পড়ে ফেশিয়ালের কথাও। স্বল্প সময়ে মুখে লাবণ্য ফেরাতে এর বিকল্প কিছু নেই। আবার ফেশিয়ালের(Oxygen Facial) গুণে সমাধান হয় ত্বকের অনেক সমস্যাও।
বিভিন্ন ধরণের ফেসিয়াল (Oxygen Facial)
গত কয়েক বছর ধরে ফেসিয়ালের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরণের ফেসিয়ালের আবিস্কার হতে দেখা গেছে। তার মধ্যে জনপ্রিয় হল চারকোল, ভিটামিন সি, গোল্ড, ডায়মন্ড, অ্যান্টি এজিং, হাইড্রা ফেসিয়ালগুলো সময়ের সঙ্গে সঙ্গে নিত্যনতুন ফেশিয়ালের সম্ভার আনছেন রূপচর্চা শিল্পীরা। সেই তালিকায় গত কয়েক বছরে চর্চিত নামটি হল অক্সিজেন ফেশিয়াল। বর্তমান সময়ে এই ফেসিয়াল(Oxygen Facial) অধিক জনপ্রিয়তা অর্জন করেছে।
তারুণ্য ধরে রাখতে উপকারী অক্সিজেন ফেসিয়াল
জানা যায়, আমেরিকান পপ তারকা ম্যাডোনা থেকে, মডেল-অভিনেত্রী কিম কার্দাশিয়ানও নাকি তারুণ্য ধরে রাখতে এই বিশেষ ধরনের ফেশিয়ালটি বেছে নিয়েছিলেন। আর এতেই এখন আকৃষ্ট বিভিন্ন বয়সিরা। সালোঁর পেশাদার কর্মীরাও ত্বকের ধরন, সমস্যা বুঝে অনেককে এই ধরনের ফেশিয়ালের(Oxygen Facial) পরামর্শ দিচ্ছেন।
আরও পড়ুন:Right Time to Drink Milk: সঠিক সময়ে দুধ খাচ্ছেন তো? জেনে নিন কোন সময়, কোন বয়সে কতটা খাবেন দুধ
কী এই অক্সিজেন ফেশিয়াল?
অক্সিজেন মুখের কোষে কোষে পৌঁছে ত্বকের জৌলুস ফেরানোর প্রচেষ্টা হয় এই ফেশিয়ালে। স্পা— রূপচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বেরা বলছেন, এতেই ফেরে মুখের জেল্লা। সমাধান হয় ত্বকের হরেক সমস্যার। কখনও বিশেষ কিট, কখনও আবার যন্ত্রের ব্যবহারে অক্সিজেন ফেশিয়াল করা হয়।
অক্সিজেন ফেসিয়াল করার কৌশল
এই ফেশিয়ালের মূল উদ্দেশ্যই হল, কৌশলে মুখের ত্বকের কোষে অক্সিজেন পৌঁছে দেওয়া। বিভিন্ন সালোঁ বা স্পা-এ অক্সিজেন ফেশিয়াল নানা ভাবে করা হয়। প্রথমে এক্সফোলিয়েশন। তার পর বিশেষ ধরনের স্প্রে করার যন্ত্রের সাহায্যে অতিরিক্ত ঘনত্বযুক্ত অক্সিজেন ত্বকে দেওয়া হয়। ব্যবহার করা হয় সিরাম, যা মুখে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং ভিটামিনের জোগান দেয়। কোথাও ত্বকের কোষে অক্সিজেন সরবরাহের জন্য বিশেষ ধরনের কিট ব্যবহৃত হয়, কোথাও শুধু হাতের সাহায্যেই এই ফেশিয়াল হয়।
কেন করাবেন এই ফেশিয়াল?
১. ত্বক শুষ্ক হয়ে পড়লে, বলিরেখা দেখা দিলে।
২. সূর্যের ক্ষতিকর অতিবেগনি রশ্মির প্রভাবে ত্বকে ট্যান হলে বা কালচে ছোপ দেখা দিলে।
৩. দূষণের প্রভাবে ত্বক জৌলুস হারালে, ব্রণ, র্যাশের সমস্যা দেখা দিলে।
৪. স্পর্শকাতর ত্বকেও এই ধরনের ফেশিয়াল উপযোগী।
আরও পড়ুন:Reading Habits: কীভাবে করে তুলবেন সন্তানকে বই পড়তে আগ্রহী? অভিভাবকের জন্য রইলো কিছু উপায়
কী কী উপকার মেলে?
অক্সিজেন ফেশিয়াল ত্বককে আর্দ্রতা জোগায়, ক্ষতিগ্রস্ত কোষগুলিকে পুনরুজ্জীবিত করে তোলে। এই ধরনের ফেশিয়ালে অক্সিজেনের পাশাপাশি প্রয়োজনীয় ভিটামিন এবং ত্বকের উপযোগী উপাদান ব্যবহার করা হয়। যার প্রভাবে ত্বকের জৌলুস ফিরে আসে। রক্ত সঞ্চালন বৃদ্ধি পাওয়ায় ত্বক উজ্জ্বল দেখায়। ত্বকের জন্য জরুরি কোলাজেন নামক প্রোটিন উৎপাদনেও সহায়ক অক্সিজেন ফেশিয়াল। যার দৌলতে ত্বকে থাকে তারুণ্যের ছোঁয়া। রোদের তাপে জৌলুস হারায় ত্বক, কারও মুখে কালচে ছোপ পড়ে। বলিরেখা দূর করা থেকে ত্বককে সুন্দর করে তুলতে এই অক্সিজেন ফেসিয়াল অত্যন্ত উপকারী বলছেন ত্বক বিশেষজ্ঞরা।
সকলের জন্যই কি অক্সিজেন ফেসিয়াল?
সব ধরনের ত্বকে অক্সিজেন ফেশিয়াল করা যেতেই পারে , কিন্তু অতিরিক্ত স্পর্শকাতর ত্বকে এমন ফেসিয়াল না করাই ভালো। সব ফেসিয়াল সবার ত্বকের জন্য নয়। স্পর্শকাতর ত্বকে ফেশিয়াল করলে র্যাশ বেরোতে পারে, অন্য সমস্যাও দেখা দিতে পারে। সে কারণে ফেশিয়াল করানোর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি।