ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার প্রেক্ষিতে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার ভোররাতে দেশে ফিরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Pahalgam attack)। দিল্লি বিমানবন্দরে পা রাখার পরই তিনি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (Dr. S. Jaishankar) এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে। বৈঠকে পহেলগাঁও হামলা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং পরবর্তী পদক্ষেপের রূপরেখা নির্ধারণ করা হয়।
দেশজুড়ে তীব্র ক্ষোভ (Pahalgam attack)
গতকাল কাশ্মীরের পর্যটন কেন্দ্র পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছে, তা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে (Pahalgam attack)। নিরীহ পর্যটকদের ধর্মীয় পরিচয় যাচাই করে গুলি করে হত্যা করেছে জেহাদি জঙ্গিরা। এই নৃশংস ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে, আহত বহু। ঘটনাটিকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।
জরুরি বৈঠকে মোদী (Pahalgam attack)
হামলার খবর পেয়েই সৌদি আরব থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) ফোন করেন প্রধানমন্ত্রী(Pahalgam attack)। তারপরই সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেন তিনি। দেশে ফিরেই, বিমানবন্দরে নেমে উপস্থিত আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন মোদী (Narendra Modi)। বৈঠকে জাতীয় নিরাপত্তা পরিস্থিতি, কাশ্মীরে চলমান চিরুনি তল্লাশি অভিযান এবং সম্ভাব্য কূটনৈতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন:Chinese Hydrogen Bomb : চিনের অ-পরমাণু হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা! বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা
বৈঠকে প্রধানমন্ত্রী কড়া বার্তা (Pahalgam attack)
সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “এই জঘন্য হামলার পেছনে যারা রয়েছে, তাদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অবস্থান আরও কঠোর হবে।” মোদী আরও বলেন, “এই হামলার পেছনে যাঁরা আছে, তাদের উদ্দেশ্য কখনও সফল হবে না।”

তল্লাশি অভিযান শুরু (Pahalgam attack)
প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই কাশ্মীরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনা, আধা-সামরিক বাহিনী ও স্থানীয় পুলিশের যৌথ তল্লাশি অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যাতেই কাশ্মীর পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি উপরাজ্যপাল মনোজ সিং এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেন।
আরও পড়ুন: Narendra Modi In Saudi Arabia : বিশেষ সম্মান জানতে মোদীর বিমানের পাশে উড়ল সৌদি বায়ুসেনার বিমান!
মোদী-ট্রাম্প টেলিফোনে কথা (Pahalgam attack)
আন্তর্জাতিক মঞ্চেও ঘটনার প্রতিক্রিয়া মিলেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে মোদীর সঙ্গে কথা বলেন এবং ভারতের পাশে থাকার আশ্বাস দেন(Pahalgam attack)। তিনি এই হামলার তীব্র নিন্দা করে বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংগ্রামে আমরা সবসময় পাশে থাকব।”এদিকে, নেটিজেনদের একাংশ ইতিমধ্যেই আরেকটি সার্জিক্যাল স্ট্রাইকের দাবি তুলেছেন। সামাজিক মাধ্যমে ‘জবাব চাই’ হ্যাশট্যাগে সরব হয়েছেন বহু মানুষ। এখন গোটা দেশের নজর কেন্দ্রের পরবর্তী পদক্ষেপের দিকে।
মোদী সরকারের অবস্থান (Pahalgam attack)
সন্ত্রাসের বিরুদ্ধে মোদী সরকারের অবস্থান কতটা কঠোর হয় এবং কূটনৈতিক ও প্রতিরক্ষা স্তরে কতটা সক্রিয় পদক্ষেপ নেওয়া হয়, তা সময়ই বলবে। তবে একটি বিষয় পরিষ্কার — এই হামলা মোদী সরকারের কাছে জাতীয় নিরাপত্তার অগ্রাধিকারকেই সামনে এনে দিয়েছে।