ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পহেলগাঁওয়ে নিষ্ঠুর জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু এবং ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-এর দায় স্বীকারের পর, পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিল ভারতের কেন্দ্রীয় সরকার (Pahalgam Attack)। নয়াদিল্লির একগুচ্ছ নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক পদক্ষেপের পর, এবার পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ।
জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক (Pahalgam Attack)
পাক সংবাদমাধ্যম দ্য ডন-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের(Shehbaz Sharif) উপস্থিতিতে বসতে চলেছে সে দেশের জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) জরুরি বৈঠক(Pahalgam Attack)। এই বৈঠকে পহেলগাঁও হামলার পর ভারতের প্রতিক্রিয়া এবং নেওয়া পদক্ষেপগুলির বিরুদ্ধে পাকিস্তানের জবাব ঠিক করা হবে বলে জানা গিয়েছে।
পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ (Pahalgam Attack)
এর আগে বুধবার রাতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সরকারি বাসভবনে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা একটি উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কড়া পদক্ষেপের(Pahalgam Attack)। বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশসচিব বিক্রম মিস্রী এই সিদ্ধান্তগুলি ঘোষণা করেন।
ভারতের নেওয়া পদক্ষেপগুলির মধ্যে উল্লেখযোগ্য:
১) সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখা হয়েছে।
২) আটারি-ওয়াঘা সীমান্তে সাধারণ যাতায়াত বন্ধ ঘোষণা।
৩)‘সার্ক ভিসা অব্যাহতি প্রকল্পে’ পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ এবং পূর্বে দেওয়া অনুমতি বাতিল।
৪) পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ।
৫) পাকিস্তানের মিলিটারি অ্যাটাশেদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা এবং দূতাবাসের সদস্যসংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা।
এছাড়াও বৃহস্পতিবার সকালে পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়।

গুরুতর উস্কানি (Pahalgam Attack)
এই পদক্ষেপগুলিকে পাকিস্তানের বিদেশ মন্ত্রক “গুরুতর উস্কানি” বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়, “ভারতের প্রতিটি পদক্ষেপের দ্রুত এবং উপযুক্ত জবাব দেওয়া হবে।”পাক উপপ্রধানমন্ত্রী মহম্মদ ইশার দারও বৃহস্পতিবার সকালে বলেন, “ভারতের প্রতিটি সিদ্ধান্তের কঠোর জবাব দেবে ইসলামাবাদ। এটি শুধু কূটনৈতিক লড়াই নয়, আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন।” অন্যদিকে, পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ এই হামলাকে ভারতের বিরুদ্ধে ‘বৃহত্তর বিদ্রোহের অংশ’ বলে চিহ্নিত করেছেন। তবে একই সঙ্গে দাবি করেছেন, “এই ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই।”

আরও পড়ুন: Kharge on Pahalgam attack : ‘ভারত রাষ্ট্রের উপর আঘাত’, সর্বদল বৈঠকের দাবি কংগ্রেসের!
পাল্টা উত্তেজক বক্তব্য (Pahalgam Attack)
তবে সমস্ত দাবি ও পাল্টা দাবি সত্ত্বেও TRF, যা লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন হিসেবে পরিচিত, এই হামলার দায় ইতিমধ্যেই স্বীকার করেছে। গোয়েন্দা মহলের মতে, পাকিস্তানের এই অস্বীকার এবং পাল্টা উত্তেজক বক্তব্য আসলে আন্তর্জাতিক চাপ এড়ানোর কৌশল।বর্তমানে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সীমান্ত উত্তেজনা চরমে। দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্পর্ক আবারও সংঘাতের পথে হাঁটছে বলেই আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।