ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার রক্তাক্ত ছাপ শুধু ভারতে নয়, আলোড়ন ফেলেছে আন্তর্জাতিক মহলেওঘটনার পুঙ্খানুপুঙ্খ খোঁজ নেন ট্রাম্প (Pahalgam Attack)। ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু ও বহু আহতের খবরে প্রতিক্রিয়া দিয়েছেন বিশ্বের একাধিক নেতা। বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হত্যালীলার খবর পেয়েই দ্রুত পদক্ষেপ নেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) ফোন করে ভারতের পাশে থাকার বার্তা দেন।
ঘটনার পুঙ্খানুপুঙ্খ খোঁজ নেন ট্রাম্প (Pahalgam Attack)
সূত্র অনুযায়ী, পহেলগাঁও হত্যাকাণ্ডের খবর পাওয়ার পরপরই ট্রাম্প (Donald J. Trump) যোগাযোগ করেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ খোঁজ নেন ঘটনার পুঙ্খানুপুঙ্খ খোঁজ নেন ট্রাম্প (Pahalgam Attack)। সেই সঙ্গে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন ল্যাভিট পূর্বেই জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সেই মতো কিছু সময় পর মোদী ও ট্রাম্পের মধ্যে ফোনে আলোচনা হয়।
কী বললেন মার্কিন প্রেসিডেন্ট? (Pahalgam Attack)
ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডলে জানান, ফোনে ট্রাম্প নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেন (Pahalgam Attack)। সেই সঙ্গে তিনি বলেন, “কাশ্মীরের নিরীহ পর্যটকদের উপর এমন বাছাই করা জঙ্গি হামলা অত্যন্ত কাপুরুষোচিত। এই ধরনের নৃশংসতা মানবতাবিরোধী।” ট্রাম্প আশ্বাস দেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও আমেরিকা যৌথভাবে লড়াই চালিয়ে যাবে।তিনি আরও বলেন, “কাশ্মীরের শান্ত পরিবেশকে যারা রক্তাক্ত করতে চায়, তাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে আছে আমেরিকা। আমরা একসঙ্গে জঙ্গিবাদকে পরাজিত করব।”

মোদীর আরব সফর সংক্ষিপ্ত (Pahalgam Attack)
ঘটনার গুরুত্ব বুঝে আরব সফর সংক্ষিপ্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাতেই দেশে ফেরেন (Pahalgam Attack)। সূত্রের খবর অনুযায়ী, দিল্লিতে নামার সঙ্গে সঙ্গে তিনি উচ্চ পর্যায়ের বৈঠক করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। এরপরই সিদ্ধান্ত নেন, তিনি সরাসরি জম্মু-কাশ্মীরে যাবেন। সূত্র অনুযায়ী, আজ রাতেই তিনি পহেলগাঁওয়ের আশপাশের এলাকা পরিদর্শন করবেন এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করবেন।

জেডি ভান্স ভারতের মাটিতে (Pahalgam Attack)
এই ঘটনার সময়ই ভারতে সফরে রয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স (Pahalgam Attack)। তাঁর সফরের প্রেক্ষাপটে এই হামলার ঘটনাকে আন্তর্জাতিক কূটনীতির দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের ভূখণ্ডে জঙ্গি হামলার মধ্যেই আমেরিকার প্রেসিডেন্টের তরফে কড়া বার্তা এই বার্তাই দেয় যে, সন্ত্রাসবাদের প্রশ্নে ভারত-আমেরিকা ঐক্যবদ্ধ।

আরও পড়ুন: Chinese Hydrogen Bomb : চিনের অ-পরমাণু হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা! বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা
আন্তর্জাতিক মহলের বার্তা (Pahalgam Attack)
এই হামলার নিন্দা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও। তিনি বলেন, “জম্মু-কাশ্মীরে পর্যটকদের উপর এমন কাপুরুষোচিত হামলা নিন্দনীয়। সন্ত্রাসবাদকে কোনও যুক্তি দিয়ে বৈধতা দেওয়া যায় না।” একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও জাপান থেকেও ভারতে সমবেদনার বার্তা এসেছে।
দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (Pahalgam Attack)
পাকিস্তানের জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) পহেলগাঁও হামলার দায় স্বীকার করার পরই নিরাপত্তা বিশেষজ্ঞরা একে আন্তর্জাতিক সন্ত্রাসের অংশ হিসেবে ব্যাখ্যা করেছেন। এই পরিস্থিতিতে মোদী ও ট্রাম্পের মধ্যে আলোচনাকে কূটনৈতিক স্তরে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখা হচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত ও আমেরিকার এই যৌথ অবস্থান আগামী দিনে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশে কী প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের।