ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভারত ও পাকিস্তানের (Pahalgam Attack) সেনাবাহিনীকে আলাদা করেছে যে সীমানা, নিয়ন্ত্রণরেখার সেই অংশ বরাবর পাকিস্তানের দিক থেকে গুলি চালানো হয়েছে। পাকিস্তানি সেনা তাদের একাধিক চৌকি থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালানোর পর চুপ থাকেনি ভারতীয় সেনাও। যোগ্য জবাব দেওয়া হয়েছে প্রতিবেশী দেশের সেনাবাহিনীকে। তবে এই ঘটনায় দু’পক্ষের তরফেই কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে বিবৃতি দিয়েছে ভারতীয় সেনা।
ভারত ছাড়ার জন্য এক সপ্তাহ সময় (Pahalgam Attack)
পাঁচটি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, ‘নয়াদিল্লিতে পাক হাইকমিশনের প্রতিরক্ষা, সামরিক, নৌ এবং বিমান উপদেষ্টাদের পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে (Pahalgam Attack)। ভারত ছাড়ার জন্য তাঁদের এক সপ্তাহ সময় দেওয়া হয়। বাতিল করা হল পাকিস্তানের নাগরিকদের ভিসা। বিদেশ সচিব জানিয়েছেন, ‘সিন্ধু জলবণ্টন চুক্তি ( ১৯৬০) অবিলম্বে স্থগিত করা হল, যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান সীমান্ত পারে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করছে।
নাগরিকদের ভারত ভ্রমণ বাতিল (Pahalgam Attack)
আটারি চেক পোস্ট অবিলম্বে বন্ধ করা হল। যারা উপযুক্ত অনুমোদন নিয়ে প্রবেশ করেছেন, তারা ১ মে ২০২৫ এর মধ্যে ফিরে যাবেন (Pahalgam Attack)। তৃতীয়, পাকিস্তানের নাগরিকদের ভারত ভ্রমণ বাতিল করা হল। পাকিস্তানি নাগরিক যারা ভিসা নিয়ে রয়েছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হচ্ছে। দূতাবাসের আধিকারিক সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হয়েছে, ১ মে ২০২৫ থেকে যা কার্যকরা হবে।’
সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে রাতভর গুলি
বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও সেখানে গোলাগুলি চালাল পাকিস্তান। অভিযোগ, বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে রাতভর গুলি চালিয়েছে পাক সেনা। ভারতীয় সেনাঘাঁটিগুলি লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। পাল্টা জবাব দিয়েছে ভারতও। তবে হতাহতের কোনও খবর মেলেনি। শনিবার সকালে নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি ব্যাখ্যা করে একটি বিবৃতি দিয়েছে ভারতীয় সেনা। সেখানে বলা হয়েছে, ‘‘২৫ এবং ২৬ তারিখের মধ্যবর্তী রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি ঘাঁটিগুলি থেকে বিনা প্ররোচনায় গুলি চালানো হয়েছে। একই ভাবে ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়ে পাল্টা জবাব দিয়েছেন ভারতীয় সেনা জওয়ানেরাও। কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।’’