ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পহেলগাঁওয়ে (Pahalgam Attack) ভয়ঙ্কর জঙ্গি হামলার ঘটনায় মুখ খুলল পাকিস্তান। স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ দাবি করেছেন, পাকিস্তানের সঙ্গে এই হামলার কোনও যোগ নেই। পহলগামে যারা হামলা চালিয়েছে তারা ভারতের মাটিতেই তৈরি বলে দাবি পাক-মন্ত্রীর। পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় তাদের কোনও হাত নেই! অন্তত ২৬ জন পর্যটকের মৃত্যুর ঘটনার পর জানালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ।
অপারেশন চালিয়েছে ৮-১০ জন জঙ্গি (Pahalgam Attack)
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Attack) জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে৷ জানা গিয়েছে, পর্যটকদের ঘিরে ধরে একটি বিশেষ ধর্মের লোক ছাড়া নাম জিজ্ঞেস করে একে একে গুলি করা হয়েছে৷ কারওকে একে-৪৭ এর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, কারওকে গুলি করা হয়েছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে৷ সূত্রের খবর, গোটা অপারেশন চালিয়েছে ৮-১০ জন জঙ্গি৷ তাদের মধ্যে ৫-৭ জন পাকিস্তান থেকে এসেছিল বলে দাবি করা হচ্ছে৷ গত মঙ্গলবারের জঙ্গি হামলার পরে, এই প্রথম এই নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাল পড়শি দেশ পাকিস্তান৷ পহেলগাঁওয়ের জঙ্গি হামলা নিয়ে বিবৃতি দিলেন সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী খ্বজা আসিফ৷
‘ভিতরের লোকেরাই এই কাজ করেছে’
বিবৃতিতে আসিফ লিখেছেন, ‘‘ভারতের বিভিন্ন রাজ্যে ভারত সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে, নাগাল্যান্ড, মণিপুর, কাশ্মীর এবং ছত্তিশগড়েও৷ এই সমস্ত ভিতরের লোকেরাই এই কাজ করেছে (Pahalgam Attack)৷’’ তিনি লেখেন, ‘‘আমরা কোনও ধরনের সন্ত্রাসবাদকে সমর্থন করি না৷ স্থানীয় লোকেদের কখনওই জঙ্গি হিসাবে টার্গেট করা উচিত নয়৷ আমাদের এ বিষয়ে কোনও সন্দেহ নেই৷ যদিও স্থানীয় কোনও সংগঠন যদি ভারত সরকারকে টার্গেট করে, তাহলে পাকিস্তানের দিকে আঙুল তোলা সহজ হয়ে যায় ৷’
আরও পড়ুন: Pahalgam Attack: কে এই পহেলগাঁও জঙ্গি হামলার মূলচক্রী সইফুল্লা?
‘পাকিস্তানের কোনও যোগসূত্র নেই’
সেনা সূত্রের খবর, যারা পহলগামে হামলা চালিয়েছে, তাদের মধ্যে পাকিস্তানেরও কয়েকজন রয়েছে। পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবারই সামনের সারির সংগঠন দ্য রেজ়িস্ট্যান্স ফোর্স এই হামলার সঙ্গে যুক্ত। এই হামলার দায় স্বীকার করেছে ওই সংগঠন। পাকিস্তানের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে খোয়াজা বলেন, ‘‘পহেলগাঁওয়ের হামলার সঙ্গে পাকিস্তানের কোনও যোগসূত্র নেই।’’ এখানেই থেমে থাকেননি তিনি। খোয়াজা যোগ করেন, ‘‘নাগাল্যান্ড থেকে কাশ্মীর, ছত্তীসগঢ়, মণিপুর এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিদ্রোহ চলছে। মনে হচ্ছে, এই হামলায় কোনও বিদেশি হস্তক্ষেপ নেই, বরং স্থানীয় বিদ্রোহের ফল!’’
সইফুল্লা লশকরের অন্যতম প্রধান
মঙ্গলবার পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, পহেলগাঁও হামলার নেপথ্যে রয়েছেন সইফুল্লা খালিদ ওরফে সইফুল্লা কাসুরি। তাঁর নির্দেশেই, পাঁচ-ছয় জন জঙ্গি মঙ্গলবার দুপুরে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় নির্বিচারে গুলি চালায়। সইফুল্লা লশকরের অন্যতম প্রধান। এ ছাড়াও, এই জঙ্গিগোষ্ঠীর অন্যতম মাথা তথা ভরতের ‘ওয়ান্টেড’ তালিকায় থাকা হাফিজ় সইদের ঘনিষ্ঠ বলেও পরিচিত তিনি।