ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানে বিয়ে করতে চেয়েছিলেন জ্যোতি, সেই ইচ্ছার জেরে জড়িয়ে পড়েন গুপ্তচর সংস্থার জালে—এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে তদন্তে (Pakistan Spy Link)। অভিযুক্ত জ্যোতি মলহোত্রা, যাঁকে সম্প্রতি গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ, তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট ঘেঁটে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের।
বিয়ের প্রস্তাব জ্যোতির (Pakistan Spy Link)
তদন্তকারীদের (NIA India) সূত্র অনুযায়ী, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে জ্যোতির ঘনিষ্ঠ যোগাযোগ ছিল (Pakistan Spy Link)। আলি হাসান নামে এক ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপে নিয়মিত কথাবার্তা বলতেন জ্যোতি। ওই আলি, তদন্তকারীদের দাবি অনুযায়ী, একজন আইএসআই হ্যান্ডলার। হোয়াটসঅ্যাপে একবার জ্যোতি তাঁকে লেখেন, “Get me married!” অর্থাৎ, ‘আমার বিয়ের ব্যবস্থা করে দাও’। তদন্তকারীদের মত, এটি শুধু বিয়ের প্রস্তাব নয়—বরং পাকিস্তানে গিয়ে স্থায়ী হওয়ার একটি পরিকল্পনার ইঙ্গিত।
দু’বার পাকিস্তানে সফর (Pakistan Spy Link)
জানা গিয়েছে, জ্যোতি অন্তত দু’বার পাকিস্তানে সফর করেছেন। প্রথমবার ২০২৩ সালে, দ্বিতীয়বার চলতি বছরের জানুয়ারিতে, ঠিক পহেলগাঁও কাণ্ডের আগে। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেঁটে দেখা গিয়েছে, তিনি পাকিস্তানের লাহোর শহরের আনারকলি বাজার ও পঞ্জাবের ঐতিহাসিক কটাস রাজ মন্দির পরিদর্শন করেছেন। এমনকি কলকাতায় থাকার সময় এক ভিডিওতেও তিনি জানান, তিনি লাহোর যাচ্ছেন।

একাধিক আর্থিক লেনদেন (Pakistan Spy Link)
তবে শুধু ব্যক্তিগত যোগাযোগেই থেমে থাকেননি জ্যোতি। তদন্তকারীরা জানিয়েছেন, তাঁর নামে থাকা চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুবাই থেকে একাধিক আর্থিক লেনদেন হয়েছে। কে বা কারা এই অর্থ পাঠিয়েছে, এবং সেই প্রেরকদের সঙ্গে আইএসআই-এর কোনও সংযোগ রয়েছে কি না—তা এখন পুলিশের নজরে। তদন্তে উঠে এসেছে, এই অর্থ কোনও তথ্য পাচারের বিনিময়ে দেওয়া হয়ে থাকতে পারে।

জ্যোতির ‘আত্মিক সংযোগ’ পাকিস্তানের সঙ্গে (Pakistan Spy Link)
জ্যোতির পরিবার এখনো এই অভিযোগ মানতে নারাজ। তবে তদন্তকারীদের মতে, জ্যোতির ‘আত্মিক সংযোগ’ পাকিস্তানের সঙ্গে এতটাই গভীর ছিল যে তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস করতে চেয়েছিলেন। একাধিক সূত্রে জানা গিয়েছে, আলির সঙ্গে তাঁর কথোপকথনে নানা ধরণের সংবেদনশীল তথ্য আদানপ্রদান হয়েছে, যেগুলি ভারতের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হতে পারে।
জাতীয় নিরাপত্তা প্রশ্নে সতর্কবার্তা (Pakistan Spy Link)
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনা শুধু এক নারীর প্রেমঘটিত সিদ্ধান্ত নয়, বরং জাতীয় নিরাপত্তা প্রশ্নে এক বড়সড় সতর্কবার্তা (Pakistan Spy Link)। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত সম্পর্কের আড়ালে কীভাবে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলি নিজেদের প্রভাব বিস্তার করছে, তা এখন বিশেষভাবে নজরদারির দাবি রাখে। পুলিশ ইতিমধ্যেই জ্যোতির মোবাইল, ল্যাপটপ, ব্যাঙ্ক স্টেটমেন্ট ও আন্তর্জাতিক যোগাযোগের সমস্ত তথ্য খতিয়ে দেখছে। আগামী দিনে এই মামলায় আরও বিস্ফোরক তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত মিলেছে তদন্তকারী মহলের একাংশ থেকে।