ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেখতে দেখতে ১০০ পর্ব পার করে ফেলল ‘পরিণীতা’ (Parineeta) ধারাবাহিক। ১০০ পর্বই ছিল পুরো জমজমাট। জি বাংলার (Zee Bangla) এই মেগা খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। পারুল-রায়ানের জুটি মাইলস্টোন তৈরি করতে চলেছে টলিউডের (Tollywood ) ধারাবাহিকের ইতিহাসে। এমনটাই বলছেন এই ধারাবাহিকের অনুরাগীরা।
সাফল্যের সিক্রেট (Parineeta)
প্রতিদিন রাত আটটার সময় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয় পরিণীতা (Parineeta)। এই ধারাবাহিকের বয়স প্রায় সাড়ে তিন মাস। আর এর মধ্যেই একের পর এক সপ্তাহে টিআরপির তালিকায় একদম সবার উপরে রয়েছে পরিণীতা। জায়গা ধরে রেখেছে, টানটান গল্প আর তুখোর অভিনয়ের মাধ্যমে।
খুব কম সময়ে জনপ্রিয় (Parineeta)
প্রতি সপ্তাহেই বাংলা ধারাবাহিক গুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে (Parineeta)। নতুন পুরনো মিলিয়ে দর্শকের প্রিয় কে হবে তা নিয়ে চলে ধারাবাহিক গুলোর মধ্যে জোর রেষারেষি। ইতিমধ্যেই টানা ৬ সপ্তাহ টিআরপির শীর্ষস্থান অর্জন করে নিয়েছে জি বাংলার এই ধারাবাহিক। সোজা কথায় বলতে পারেন, খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয়তার নিরিখে নতুন নজির গড়েছে পরিণীতা।
মুখ্য চরিত্র
এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) এবং ঈশানী চট্টোপাধ্যায় (Ishani Chatterjee)। এর আগে বহু ধারাবাহিকে উদয়কে অভিনয় করতে দেখা গিয়েছে। পারুল অর্থাৎ ঈশানীর এই প্রথম অভিনয়। পরিণীতার সাফল্যে দুজনেই অত্যন্ত খুশি। আর এই সাফল্যের পিছনে দুজনেই ক্রেডিট দিচ্ছেন টিম ওয়ার্ককে।
আরও পড়ুন: Iman Chakraborty: মহাকুম্ভে এক টুকরো বাংলা, গানে মঞ্চ মাতাবেন ইমন চক্রবর্তী
ধারাবাহিকের গল্প
টানা ছয় সপ্তাহ এভাবে টিআরপির শীর্ষে থাকা একেবারেই মুখের কথা নয়। কলা কুশলীদের যে প্রচুর পরিশ্রম রয়েছে, তা বলাই বাহুল্য। পর্দায় একদল দামাল কলেজ পড়ুয়াদের চতুরতা, দুষ্টু বুদ্ধি থেকে শুরু করে যৌথ পরিবারের রসায়ন, দর্শকের প্রথম থেকেই ভালো লেগেছে। পারুল আর রায়ানের ঝগড়া থেকে শুরু করে লড়াই, এই ধারাবাহিকের গল্পের মূল কেমিস্ট্রি। পর্দায় দুজনের বন্ধুত্ব দেখতে আগ্রহী দর্শকরা। কিন্তু এখনই যে পারুল রায়ানের বন্ধুত্ব হচ্ছে না, তা ধারাবাহিকের গল্প দেখলেই স্পষ্ট। রাকার বিয়ে ভাঙাকে কেন্দ্র করে দুজনের মধ্যে একটু বন্ধুত্ব করে উঠলেও, সে গুড়ে বালি। আবার নতুন করে শত্রুতা শুরু হয়েছে দুজনের মধ্যে।

আরও পড়ুন: Puber Moyna: ভুল ধরিয়ে দেওয়ার অনুরোধ, কাজ শিখতে এ কি বললেন ঐশানি?
পারুল (Parul) আর রায়ান (Rayan) সব সময় মেতে আছে হার জিতের খেলায়। পারুলকে জব্দ করতে এবং ইউনিভার্সিটি থেকে বার করে দিতে একের পর এক প্ল্যান করছে রায়ান। অপরদিকে পারুলও মনে জেদ ধরেছে, যাই হয়ে যাক না কেন সে ওই ইউনিভার্সিটিতেই পড়বে। এবার দেখার গল্পের মোড় কোন দিকে যায়।