ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতার বুকে ফের (Parkstreet Fire Incident) আগুন। এ বার পার্ক স্ট্রিটের ব্যস্ত চত্বরে আগুন ছড়িয়ে পড়ল এক মিষ্টির দোকানে। শুক্রবার দুপুরে আচমকাই আগুন লাগে দোকানটিতে। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দারা।
দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল (Parkstreet Fire Incident)
দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ দমকল (Parkstreet Fire Incident) বিভাগে খবর যায়। আগুনের ভয়াবহতা আঁচ করেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন। শুরু হয় আগুন নিয়ন্ত্রণে আনার লড়াই। পার্ক স্ট্রিটের মতো জনবহুল এলাকায় এই আগুন লাগার ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত! (Parkstreet Fire Incident)
দমকল সূত্রে জানা গিয়েছে, পার্ক হোটেলের উল্টো দিকে অবস্থিত ওই দোকানটি (Parkstreet Fire Incident) একটি জনপ্রিয় মিষ্টির দোকান। কী কারণে এই আগুন লাগল, তা এখনও নিশ্চিত করে বলা যায়নি। তবে প্রাথমিক অনুমান, দোকানের ভিতরের কোনও বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। আগুন যাতে আশপাশের দোকান বা ভবনে ছড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর রাখছেন দমকলকর্মীরা।
হাজার হাজার মানুষের যাতায়াত
পার্ক স্ট্রিট এমনিতেই শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা। প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন এই পথে। সরকারি-বেসরকারি অফিস, ব্যাঙ্ক, রেস্তরাঁ—সব মিলিয়ে সর্বক্ষণই জনসমাগম লেগে থাকে এখানে। তাই দিনের ব্যস্ত সময়ে এমন একটি জায়গায় আগুন লাগার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আগুন লাগার খবর পেয়েই নিরাপত্তার স্বার্থে দোকান সংলগ্ন রাস্তায় যান চলাচল কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণ করা হয়।
দ্বিতীয়বার আগুন লাগার ঘটনা
এ নিয়ে চলতি মাসেই পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় দ্বিতীয়বার আগুন লাগার ঘটনা ঘটল। এর আগে ১০ এপ্রিল কলকাতা হাই কোর্ট চত্বরে ‘টেম্পল চেম্বার’ নামে এক বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বহুতলে বেশ কয়েকজন আইনজীবীর চেম্বার থাকায়, আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাঁরা। তখনও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আরও পড়ুন: RG Kar Issue: আরজি কর আন্দোলনের টাকা গেল কোথায়, কী জানালো হাইকোর্ট!
ফিরে আসা আগুনের আতঙ্ক ফের একবার শহরের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষ করে পার্ক স্ট্রিটের মতো জনবহুল এলাকায় পরপর অগ্নিকাণ্ডে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। যদিও শুক্রবারের ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সম্পত্তি ক্ষতির আশঙ্কা রয়েছে। দমকল আধিকারিকরা ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন। পাশাপাশি, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলেও জানানো হয়েছে।