ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিনের ব্যস্ত সময়ে ফের শহরে আগুন আতঙ্ক (Kolkata Fire News)। কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটে আগুন। ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন। হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে আগুন লাগে বলে জানা গিয়েছে। আতঙ্ক ছড়ায় পাশের আবাসনেও। আগুনের ধোঁয়ায় (Kolkata Fire News) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১ জন। শট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
সূত্রের খবর, কলকাতার ৯ নম্বর হাঙ্গারফোর্ড স্ট্রিটে রয়েছে ওই আবাসন (Kolkata Fire News) । তারই ছাদে আচমকা আগুন লেগে যায় শুক্রবার দুপুরে। যেহেতু ওই আবাসনে বহু পরিবার বসবাস করে, তাই আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্রুত। অনেক বৃদ্ধ-বৃদ্ধা বসবাস করেন ওই আবাসনে। তাঁদের দ্রুত বের করে আনা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন (Kolkata Fire News) ।
আরও পড়ুন:https://tribetv.in/gowalpokhre-shootout-what-did-police-say/
আরও পড়ুন:https://tribetv.in/bharat-sevashram-sangha-take-special-initiative/
কী কারণে আগুন (Kolkata Fire News) লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমকলের তরফে এখনও কোনও কারণ স্পষ্ট করে জানানো হয়নি। উপস্থিত দমকলের এক আধিকারিক জানান, এটা ছিল একটি ৬ তলা বাড়ি। ওই বাড়ির ৬ তলার ওপর নির্মাণকাজ শুরু হয়েছিল। সেখানেই আগুন লাগে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আবাসনের বাসিন্দাদের দ্রুত নিরাপদে বাইরে নিয়ে আসায় কোনও হতাহতের ঘটনাও ঘটেনি বলে জানা গিয়েছে (Kolkata Fire News) ।