ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যাত্রী ভোগান্তির (Howrah Kharagpur Line) আশঙ্কা আবার! একগুচ্ছ লোকাল ট্রেন ও এক্সপ্রেস বন্ধ থাকার সম্ভাবনা। রেল সূত্রে খবর, মেগা পাওয়ার ব্লক থাকবে হাওড়া লাইনে। সেই কারনেই বন্ধ থাকতে পারে একাধিক ট্রেন। এপ্রিলের শেষে এই শাখায় মেগা ব্লক নেওয়ার কথা। ১৯ দিনে বাতিল ২১২টি লোকাল ট্রেন। সেই তালিকায় থাকবে ৬৪টি এক্সপ্রেসও। ৩০ এপ্রিল থেকে টানা কাজ চলবে। ফলে নিত্য যাত্রীরা প্রবল সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে। রেল সূত্রে খবর, এতদিনের পাওয়ার ব্লক কমিয়ে সংক্ষিপ্ত করা যায় কি না সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে। আগামী সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
খড়গপুর ডিভিশনে মেগা ব্লক নেওয়ার সিদ্ধান্ত (Howrah Kharagpur Line)
এপ্রিলের শেষ থেকে হাওড়া-খড়গপুর শাখার সাঁতরাগাছিতে ইয়ার্ডের রি-মডেলিংয়ের জন্য প্রি-এনআইয়ের কাজ-সহ একাধিক উন্নয়নমূলক কাজ করা হবে (Howrah Kharagpur Line)। যার জেরে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে মেগা ব্লক নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মেগা পাওয়ার ব্লক আগেই নেওয়ার কথা ছিল। তবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও দোলযাত্রা পড়ে যাওয়ায় সেই কাজ শুরু করার সময় পিছিয়ে দেওয়া হয়। সেই কারণেই আগামী ৩০ এপ্রিল থেকে পাওয়ার ব্লক করার কথা ভাবা হচ্ছে।
নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হবেন (Howrah Kharagpur Line)
রেল সূত্রে (Howrah Kharagpur Line) জানা যাচ্ছে, এই কাজের জন্য ১৯ দিনে মোট ২১২টি লোকাল ট্রেন বাতিল থাকবে। ২ মে থেকে ১৮ মে পর্যন্ত আপ ও ডাউন লাইনে ৬৪টি মেল, এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। এছাড়া অনিয়মিত সময়ে চলবে ১৫টি দূরপাল্লার ট্রেন। আগামী ৩ মে থেকে ১৭ মে পর্যন্ত স্বল্প দূরত্বে চলবে ১২ জোড়া এক্সপ্রেস ট্রেন। অর্থাৎ ট্রেনগুলির রুট বদল হয়ে যাবে। একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন বাতিল থাকলে নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হবেন বলেই আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: Jadavpur VC: উচ্চ রক্তচাপ, হাসপাতালে ভর্তি যাদবপুরের উপাচার্য, দেখতে গেলেন ব্রাত্য বসু
লোকাল ট্রেন বাতিলের নির্দিষ্ট দিন ও সংখ্যা
৩০ এপ্রিল: ৪টি
১ মে: ৬টি
২ মে: ৩টি
৩ মে: ২১টি
৫ মে: ৪টি
৬ মে: ১টি
৭ মে: ১৯টি
৮ মে: ১টি
৯ মে: ৬টি
১০ মে: ৫টি
১১ মে: ৩৬টি
১২, ১৩, ১৪ মে: পরিষেবা স্বাভাবিক
১৫ ও ১৬ মে: ৮টি করে
১৭ মে: সর্বাধিক ৫৮টি
১৮ মে: ৩২টি
এই সময়ের মধ্যে শুধুমাত্র ১২, ১৩ এবং ১৪ মে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে।

ভিড়ে যাত্রীদের নাজেহাল দশা হবে
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী এপ্রিল মাসে গরম পড়বে প্রচণ্ড পরিমাণেই। গরমে, ভিড়ে যাত্রীদের নাজেহাল দশা হবে বলে এখন থেকেই আতঙ্কে অনেকে। খড়গপুরের সিনিয়র ডিসিএম অলোক কৃষ্ণের কথায়, জিএম পর্যায়ে ব্লকের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ঘোষণার পরই তা জানা যাবে। লোকাল ট্রেন বাতিল থাকার ফলে নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার হবেন বলে আশঙ্কা। আগামী সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা। সেই দিকে তাকিয়ে এই লাইনের যাত্রীরা।