ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শাশুড়ি ও বৌমার সম্পর্ক নিয়ে সাধারণ মানুষের (Patna Incident) মধ্যে নানা ধরনের গল্প শোনা যায়। কখনও সেই সম্পর্ক মধুর, আবার কখনও তিক্ত। কিন্তু বিহারের কাইমুর জেলার এক শাশুড়ি-বৌমা জুটির কাণ্ড সবাইকে অবাক করে দিয়েছে। তাঁরা এমন এক প্রতারণার জাল বিছিয়েছিলেন, যা ধরতে হিমশিম খেতে হয়েছে পুলিশকেও।
গয়না চুরি (Patna Incident)
সম্প্রতি কাইমুরের বাসিন্দা বিন্দু দেবীর সোনা ও রুপোর গহনা (Patna Incident) চুরি হয়ে যায়। অভিযোগ অনুযায়ী, তিনি একটি ই-রিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন, সেই সময়েই তাঁর গহনা ছিনতাই হয়। বিন্দু দেবী পুলিশে অভিযোগ জানানোর পর তদন্ত শুরু হয়।
দু-জন মিলে গয়না চুরি (Patna Incident)
পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার পর দেখতে পান, দুই মহিলা মিলিতভাবে (Patna Incident) ওই মহিলার কাছ থেকে গহনা চুরি করছে। এরপর পুলিশ প্রথমে রিক্সাচালককে আটক করে এবং তার মাধ্যমেই অভিযুক্ত দুই মহিলার পরিচয় বের করতে সক্ষম হয়। অভিযুক্তদের নাম জিরামুনি দেবী ও জ্যোতি দেবী, যিনি হলেন শাশুড়ি এবং বৌমা।
তল্লাশি চালিয়ে তাজ্জব পুলিশ (Patna Incident)
পুলিশ তাঁদের বাড়িতে তল্লাশি চালানোর পর ১০০ গ্রামেরও বেশি সোনার গহনা এবং ৩ কেজি ২০০ গ্রামের রুপোর গহনা উদ্ধার করে। উদ্ধার করা সোনার দাম আনুমানিক ১০ লক্ষ টাকা এবং রুপোর দাম ৩.২৫ লক্ষ টাকা। এছাড়াও, পুলিশ তাদের কাছ থেকে ৪১ হাজার ৮৬৬ টাকা নগদ এবং কিছু বিদেশি মুদ্রাও জব্দ করেছে।

গয়না চুরির পর বিক্রি
জিজ্ঞাসাবাদে জানা যায়, শাশুড়ি-বৌমা এই গহনা সাধারণ মানুষের কাছ থেকে নানাভাবে চুরি করত এবং পরে সেই চুরির গহনা গহনার দোকানে বিক্রি করে দিত। তাঁরা নিখুঁতভাবে কাজ করত, যা সাধারণ মানুষের কাছে সন্দেহের কোনও কারণ হয়ে দাঁড়ায়নি।
আরও পড়ুন: Dead body in Scooter: পরকীয়ার জের, জঙ্গলে পোড়ানোর আগে স্কুটারে স্বামীর মৃতদেহ নিয়ে ঘুরলেন স্ত্রী!
এখন গোটা ঘটনার তদন্ত চলছে এবং আশেপাশের গহনার দোকানের মালিকদেরও পুলিশ তলব করেছে। এই ঘটনা সমাজে বড় প্রশ্ন তুলছে, যে কীভাবে সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা করা হবে। এই ধরনের প্রতারণা প্রতিরোধে আরও সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।