ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জুনিয়র পিসি সরকার (PC Sorcar Junior), পেশায় জাদুকর। বিভিন্ন জাদু দেখিয়ে সাধারণ মানুষকে চমকে দেওয়াই যার কাজ, তিনি এবারে ব্যক্তিগত জীবনেও দিলেন চমক। সরাসরি নিজের তিন কন্যার জন্য উপযুক্ত পাত্র চেয়ে, বিজ্ঞাপন দিয়েছেন জুনিয়র পিসি সরকার। বাবা-মায়ের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন তিন মেয়েই।
প্রদীপ সরকার (PC Sorcar Junior)
জুনিয়র পি.সি. সরকারের (PC Sorcar Junior) পুরো নাম প্রদীপ চন্দ্র সরকার। যাকে আমরা চিনি, সমগ্র ভারতের একজন বিখ্যাত জাদুকর হিসেবে। মায়াজাল বা জাদুবিদ্যায় তিনি যেমন বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন তেমনই, বিনোদনের ক্ষেত্রে সর্বাধিক ব্যক্তিগত বৈদেশিক মুদ্রা উপার্জনকারী হওয়ার রেকর্ড গড়েছেন।
এবার জাদু নয় (PC Sorcar Junior)
কিন্তু জাদুকর জুনিয়র পিসি সরকার (PC Sorcar Junior) এবার জাদু নয়, দেখালেন চমক। যার ফলে রীতিমতো চমকে উঠেছেন তাঁর ভক্ত ও অনুরাগীরা। পত্রিকায় ‘পাত্র চাই’ বিভাগে বিজ্ঞাপন দিয়েছেন জুনিয়র পিসি সরকার। আর সেই বিজ্ঞাপন আর কারও জন্য নয়, তাঁরই তিন মেয়ের জন্য। যতদিন যাচ্ছে, অ্যারেঞ্জ ম্যারেজের ধারণাটাই যেন হারিয়ে যাচ্ছে। মন দিয়ে প্রেম, তারপর পছন্দের মানুষকে বিয়ে এটাই চলছে এখন ট্রেন্ডিংয়ে। আর পাত্র-পাত্রীদের মধ্যে তারকা হলে তো কথাই নেই, বিজ্ঞাপন দিয়ে পাত্র খুঁজবেন এমনটি তো কেউ কল্পনাতেও আনা দুষ্কর।
আরও পড়ুন: বিশ্বজুড়ে খাদ্য সঙ্কট, অপচয় রোধে নয়া উদ্যোগ
রবিবারের সংবাদপত্রে হইচই
কিন্তু রবিবাসরীয় সংবাদপত্রে একসঙ্গে তিন মেয়ের বিয়ের জন্য, ‘পাত্র চাই’ বিজ্ঞাপন দিয়ে হইচই ফেলে দিয়েছেন ‘জাদুসম্রাট’। রবিবার সকাল থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় একটি ‘পাত্র চাই’ বিজ্ঞাপনের পেপার কাটিং। হবু জামাইয়ের যোগ্য়তামান হিসাবে বিজ্ঞাপনে লেখা রয়েছে, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ৩৮-৪৫ বছর বয়সী সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র চাই’। জাদুকরের এমন কাণ্ডের জেরে চোখ কপালে উঠেছে অনেকেরই, অনেকে আবার বিষয়টিকে সমর্থনও জানিয়েছেন।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
জাদুসম্রাটের পরিবার
জুনিয়র পিসি সরকার ও তাঁর স্ত্রী জয়শ্রী সরকারের তিন কন্যা। বড় মেয়ে মানেকা সরকার হেঁটেছেন তাঁর বাবার পথেই, বাবার সঙ্গে তাল মিলিয়ে তিনিও একজন প্রতিষ্ঠিত ম্যাজিশিয়ান। মেজো এবং ছোট মেয়ে মমতাজ এবং মৌবনি দুজনেই অভিনয় দুনিয়ার পরিচিত মুখ। আর সেই তিন কন্যার জন্যই গোপনীয়তা না রেখে সরাসরি পাত্র চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন জাদুসম্রাট।
আরও পড়ুন: প্রসূতি রোগীকে ফিরিয়ে দিল হাসপাতাল! পুনরায় নিয়ে গেলে রোগীকে মারধরের অভিযোগ
বিস্মিত সবাই
বর্তমান যুগে দাঁড়িয়ে একটি সেলিব্রিটি পরিবার বিজ্ঞাপন দিয়ে পাত্র খোঁজায় অনেকেই বিস্মিত।
অনেকের মনেই প্রশ্ন জেগেছে, কেন এই পদক্ষেপ জুনিয়র পিসি সরকারের ? এই প্রসঙ্গে প্রশ্ন করতেই জাদুসম্রাটের পরিবারের তরফে জানানো হয়েছে, ‘পরিবারে অনেকেরই এভাবে বিজ্ঞাপন দিয়েই বিয়ে হয়েছে। অনেকেই স্টার ট্যাগ রয়েছে বলে পিছিয়ে যান। কিন্তু পরিবারের কেউই লুকিয়ে বিয়ে করাতে বিশ্বাসী নন’।
সমর্থন সব বোনের
যার কারণেই একজন সাধারণ বাবার মতো মেয়েদের জন্য উপযুক্ত পাত্র চেয়ে, বিজ্ঞাপন দিয়েছেন জাদুসম্রাট। আর বাবা-মায়ের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন রয়েছে তিন বোনেরই।