ট্রাইব বাংলা ডিজিটাল : পহেলগাঁও হামলার পর থেকেই তীব্র থেকে তীব্রতর হচ্ছে ভারত পাকিস্তান সংঘর্ষ। আর এই যুদ্ধের মাঝেই এবার বড় পদক্ষেপ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। প্রতিযোগিতার বাাকি ম্যাচ আর পাকিস্তানে হবে না। সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়া হল পাকিস্তান সুপার লিগের ম্যাচ (PSL 2025)।
আরও পড়ুন : IPL 2025 : আপাতত এক সপ্তাহের জন্য বন্ধ আইপিএল, সরকারি ভাবে ঘোষণা আইপিএল গভর্নিং কাউন্সিলের
পাকিস্তান সুপার লিগের ম্যাচ সরে গেল আমিরশাহিতে (PSL 2025)
পহেলগাঁও হামলার পর থেকে ভারত–পাকিস্তানের মধ্যে চলতে থাকা উত্তেজনার মধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএলের (PSL 2025) বাকি ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ, জানিয়েছে বোর্ড। এক্স –এ দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, “পিএসএলের বাকি ম্যাচ আমিরশাহিতে স্থানান্তর করা হয়েছে।”পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি বলেন, “আমরা সবসময় খেলাকে রাজনীতি থেকে আলাদা রাখতে চাই। কিন্তু ভারত ইচ্ছাকৃতভাবে রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে হামলা চালিয়ে পিএসএলকে বিপন্ন করেছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে—বাকি ম্যাচগুলো আমিরশাহিতে আয়োজন করা হবে, যাতে দেশি–বিদেশি ক্রিকেটাররা নিরাপদে খেলতে পারেন।”
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলায় ভীত পাকিস্তান (PSL 2025)
পহেলগাঁও হামলার পর ভারতের প্রত্যাঘাত ছিল অপারেশন সিঁদুরে। তারপর থেকেই শুরু হয়েছে ভারত-পাকিস্তান সংঘাত। বৃহস্পতিবার ভারতের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাওয়ালপিন্ডি স্টেডিয়াম। রাত ৮টায় পিএসএলে (PSL 2025) পেশওয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ হওয়ার কথা ছিল। তা বাতিল করা হয়। পাকিস্তানে থাকা বিদেশি ক্রিকেটারেরা অনেকে বাড়ি ফেরার ইচ্ছা প্রকাশ করেন।এরপরই পিসিবি তড়িঘড়ি টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।