ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আবারও জনসমক্ষে প্রেমিক যুগলের ঘনিষ্ঠতা নিয়ে তীব্র বিতর্ক। সম্প্রতি বেঙ্গালুরুর মাদাভারা মেট্রো স্টেশনে (Bengaluru Metro Station) এক প্রেমিক-প্রেমিকার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই তৈরি হয়েছে সমালোচনার ঝড়। বিভিন্ন মহল থেকে উঠেছে কড়া প্রতিক্রিয়া, কেউ বলছেন ‘অশালীন’, কেউ বলছেন ‘সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি’।
ভিডিও ভাইরাল, লক্ষাধিক ভিউ (Bengaluru Metro Station)
সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, মেট্রো প্ল্যাটফর্মে প্রকাশ্যে এক যুগল ঘনিষ্ঠ হচ্ছেন। তাঁদের চারপাশে অন্যান্য যাত্রীরা উপস্থিত থাকলেও, যুগলের আচরণে তারা স্পষ্টতই অস্বস্তিতে পড়েন। ভিডিওটি ইতিমধ্যে বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে ১০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে।
আরও পড়ুন: Man Kills Ailing Wife: ‘ওকে কষ্ট থেকে মুক্তি দিচ্ছি’ অসুস্থ স্ত্রীকে খুন করে আত্মঘাতী শিক্ষক
সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় (Bengaluru Metro Station)
ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র নিন্দা। একাধিক নেটাগরিক মন্তব্য করেন, “আমরা কি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই উদাহরণ তৈরি করছি?” কেউ বলেন, “মেট্রো স্টেশন কি এখন প্রেমালাপের জায়গা হয়ে উঠেছে?” নিরাপত্তারক্ষীরা কোথায় ছিলেন? নির্লজ্জ আচরণ! বলেও তোপ দেগেছেন কেউ কেউ।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ, ব্যবস্থা নেওয়ার দাবি (Bengaluru Metro Station)
এই ঘটনার পর বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের প্রতি কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছেন নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলেছেন, এত মানুষের মাঝে এমন আচরণ কীভাবে প্রকাশ্যে ঘটতে পারে, এবং কেন কর্তৃপক্ষ বা নিরাপত্তা কর্মীরা হস্তক্ষেপ করেননি।
আরও পড়ুন: Fact Check: ভারতে মসজিদ ভাঙা হচ্ছে দাবিতে ছড়াল ইন্দোনেশিয়ার ভিডিও
সামাজিক দৃষ্টিভঙ্গির সংঘাত (Bengaluru Metro Station)
ঘটনাটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভারতের শহুরে সমাজে ব্যক্তিস্বাধীনতা বনাম সামাজিক শালীনতা নিয়ে চলা দ্বন্দ্বকে। আধুনিক প্রজন্ম যেখানে ভালোবাসার প্রকাশে বিশ্বাসী, সেখানে সমাজের একাংশ এখনো ধরে রাখতে চায় ঐতিহ্যবাহী মূল্যবোধ। এই দ্বৈত মানসিকতার মধ্যেই বিতর্ক আরও জোরালো হচ্ছে।