ত্রয়ণ চক্রবর্তী, কলকাতা: এ এক অদ্ভুত বিষয়। মানুষের হাসপাতালের কথা শুনেছি আমরা। শুনেছি পশু হাসপাতালের কথাও। কিন্তু কলকাতায় পাওয়া গেল পেনের হাসপাতাল। কলকাতায় প্রাণকেন্দ্র ধর্মতলায় রয়েছে এই পেনের হাতপাতাল। ৭০ বছরেরও বেশি বয়সের এই দোকানে সেরে উঠছে বিভিন্ন কলম। মাঝে বাজার কিছুটা মন্দা হলেও এখন আবার ঠিক হয়েছে। বাড়ছে ত্রেতার সংখ্যাও।
শহরটা তিনশো বছরের পুরোনো হওয়ায় কলকাতার সঙ্গে জড়িয়ে রয়েছে বিভিন্ন ধরনের স্মৃতি। তাই বলে তিলোত্তমায় পেনের হাসপাতাল, গল্প নয় সত্যি। কলমের হাসপাতাল রয়েছে। এসপ্ল্যানেডের কাছে ৭০ বছরের ওপর পেন বা কলমের স্বাস্থ্য সারিয়ে তুলছে এই দোকান। পোশাকি নাম পেন হসপিটাল। মাঝে নব্বইয়ের দশকে ইউস অ্যান্ড থ্রো জাতীয় পেন বাজারে আসায় কিছুটা মন্দা শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীতে সামলে গিয়েছে সেই সমস্যা।
দেড়শো টাকাথেকে চার-পাঁচ হাজার টাকার পেন যেমন বিক্রির জন্য রয়েছে। তেমনই ১০০ বছরের পুরোনো পেন নিয়েও ক্রেতারা হাজির হন এখানে পেনের স্বাস্থ্য ঠিক করার জন্য। ইমতিয়াজ দাদু প্রথম এই দোকান চালু করেন। তারপর বংশানুক্রমে এখন তিনি দেখভাল করছেন। তবে পরবর্তী প্রজন্মেরও দোকান নিয়ে আগ্রহ রয়েছে এমনই মত তাঁর। আসলে হাজার হোক পেনের হাসপাতাল বলে কথা।