ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শীত আসলেও কমচ্ছে না বাজারে সবজির দাম (Mamata Banerjee)।তবে অগ্নিমুল্য বাজারে সবচেয়ে বেশি মধ্যবিত্তের পকেটে টান ফেলচ্ছে আলু ও পেঁয়াজ। বর্তমানে বেশ অনেকটাই বেড়ে গেছে আলু ও পেঁয়াজের দাম। একাধিক বার বিভিন্ন বাজারে টাস্ক ফোর্সের বিশেষ দল গিয়ে বাজারের দর নিয়ন্ত্রনের চেষ্টা করেছেন। তবে তার পরেও কোনো সুরাহা হয়নি।
বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)
আলু- পেঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম বেড়ে যাওয়ায় বাজারে গেলেই ছেঁকা খাচ্ছেন সাধারন মানুষ। এরই মধ্যে বাংলায় আলুর দাম বেড়ে যাওয়ায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনকি বাংলায় আলুর দাম না কমলে কড়া ব্যাবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)
বৃহস্পতিবার বৈঠক করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ”বাংলায় আলুর দাম বাড়িয়ে দিয়ে অন্য রাজ্যে আলু পাঠিয়ে বাড়তি মুনাফা লুটছে, এই জিনিস আমি বরদাস্ত করব না।” এই বৈঠকে তিনি প্রশাসনিক রদ বদলও করেছেন। এতদিন মার্কেটিং এবং অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের দায়িত্ব ছিল ওঙ্কার মিনার হাতে। এদিন অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের দায়িত্ব বেচারামের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: CV Bose: সি ভি বোসের রাজ্যপাল পদে দু’বছর পূর্তি, অনুষ্ঠানে আমন্ত্রিত নন মুখ্যমন্ত্রী!
দ্রুত টাস্ক ফোর্সের মিটিং
বাংলায় আলু ও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী এবার কড়া ব্যাবস্থা নিতে দ্রুত টাস্ক ফোর্সের মিটিং ডাকারও নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বাংলার সীমান্ত দিয়ে আলু চলে যাচ্ছে অন্যান্য রাজ্য গুলিতে। এজন্য তিনি দ্রুত বাংলার সীমান্ত বন্ধ করারও নির্দেশ দিয়েছেন।
দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে বার্তা
আলুর দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলায় আলুর দাম বাড়িয়ে দিয়ে অন্য রাজ্যে আলু পাঠিয়ে বাড়তি মুনাফা লুটবে, আর আমি চাষিদের আলুর ইনসিওরেন্সের ব্যবস্থা করব, দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একইসঙ্গে আরও বলেন, আমরা আলু উৎপাদনে স্বনির্ভরশীল। তবু বাংলার মানুষকে কেন বেশি দাম দিয়ে আলু কিনে খেতে হবে?
অন্য রাজ্যের তুলনা নয়
মুখ্যমন্ত্রী বলেন বাংলার সঙ্গে অন্য রাজ্যের তুলনা করলে হবে না, আগে আমার রাজ্যের আলুর চাহিদা না মিটিয়ে অন্য রাজ্যে আলু পাঠানো যাবে না। তিনি আরও বলেন, “আমি তো বাংলা থেকে আলু ছাড়ছিলামও।কিন্তু আমি কী বলেছিলাম? আগে আমাদের রাজ্যের আলুর প্রয়োজন মিটিয়ে তারপর অন্য রাজ্যে বিক্রি করুন, আমার তাতে কোনও আপত্তি নেই। কিন্তু বাংলায় আলুর দাম বাড়িয়ে ভিন রাজ্যে আলু পাঠিয়ে বাড়তি মুনাফা লুটার চেষ্টা হচ্ছে! এটা তো বরদাস্ত করব না।”
মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে যদি আলু অতিরিক্ত থেকে যায় তাহলে আইসিডিএস, মিড ডে মিলে নিয়ে নেব। কিন্তু তবুও কেন রাজ্যের মানুষকে বিপদে ফেলে বাইরে আলু পাঠানো হচ্ছে?” এরপরেই মুখ্যমন্ত্রী এই বিষয়ে পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দিয়েছেন। এদিনের বৈঠকে ছিলেন রাজ্যের তিন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, প্রদীপ মজুমদার ও বেচারাম মান্না। এতদিন মার্কেটিং এবং অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের দায়িত্ব ছিল ওঙ্কার মিনার হাতে। এদিন অ্যাগ্রো মার্কেটিং ডিপার্টমেন্টের দায়িত্ব বেচারামের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। প্রতি সপ্তাহের স্টক মিলিয়ে দেখার নির্দেশও দিয়েছেন তিনি। যাতে কমানো যায় বাজারের মূল্যবৃদ্ধি।