ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হায়রে বিয়ে (Hayre biye) হল কেন, এই আফসোস এখন দেবের (Dev) গলায়? ইনস্টাগ্রামে (Instagram) রহস্যময় পোস্ট (Post)! তবে কি বিয়ের(Marriage) পিঁড়িতে বসতে চলেছেন দেব? এমনি থেকেই দেবের বিয়ে নিয়ে গুঞ্জন কম নেই। টলিপাড়ার হাওয়ায় কত কথাই না ভাসে। আর সেই দেব কিনা সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্ট করলেন, “শুভারম্ভ হোক জোড়ায় জোড়ায়” বলে। সঙ্গে পান সুপারি তত্ত্ব। কনে আর বরের হাতের ছবি। এর মাধ্যমে তিনি কী বোঝাতে চাইলেন? দাঁড়ান, এখানে অনেকগুলো সিক্রেট রয়েছে।
খাদানের প্রচার (Dev)
আসলে খাদান ছবির গানের প্রচারের জন্য কৌশল প্রয়োগ করেছেন অভিনেতা (Dev)। ২২ নভেম্বর খাদান সিনেমার দ্বিতীয় গান “হায়রে বিয়ে” রিলিজ করেছে। সেই গানের নামেই যখন গাঁটছড়া বাঁধার প্রসঙ্গ রয়েছে, তখন পোস্টেও একটু সিক্রেটের গন্ধ রাখলেন অভিনেতা। ছবিতেও বিয়ের রেওয়াজ রীতিনীতি তুলে ধরলেন। তবে এটা ঠিক। ডাউট ক্লিয়ার হলেও কিন্তু বহু অনুরাগী দেবের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। আপনি কবে বিয়েটা সারছেন? আবার অনেক ভক্তরা, ভবিষ্যৎবাণী করেছেন, এই গান সুপারহিট হবেই হবে।
রাজার রাজা গানে ফাটাফাটি লুকে (Dev)
কয়েকদিন আগেই নিশ্চয়ই দেখেছিলেন, রাজার রাজা গানে টলিউড সুপারস্টার দেব একদম ফাটাফাটি লুকে ধরা দিয়েছিলেন। পুরো ফর্মে নাচে গানে দেবকে পেয়ে ভক্তরা তো ভীষণ খুশি। অনুরাগীদের কাছে তিনি আবার ফিরে এসেছেন ‘মাস হিরো’ হয়ে। স্বাভাবিক ভাবেই কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। অনেকে লিখেছেন, অনেকদিন পর দেবকে নাচতে দেখলাম। আবার কেউবা লিখেছেন, পুরনো দিন ফিরছে। ঠিক তেমনটাই উচ্ছ্বাস বজায় থাকল ‘হায়রে বিয়ে’ গানের ক্ষেত্রেও।
আরও পড়ুন: Bohurupi 2: আসছে ‘বহুরূপী ২’! আবিরকে উদ্দেশ্য করে বড় বার্তা পরিচালকের
সপরিবারে সকলকে আমন্ত্রণ
এই গান প্রচারের উদ্দেশ্যে দেব ২২ নভেম্বর সপরিবারে সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। প্রথমের ছবিগুলো দেখে বোঝা যাবে না যে, এটি একটি গানের প্রচারের কৌশল। প্রথম পোস্টটাই ছিল জোড়া শুভারম্ভের কথা। তারপর একে একে আসতে থাকে বিয়ের তত্ত্বে সাজানো মাছ, মিষ্টি, পান, সুপারি থেকে শুরু করে এমনকি বর কনের হাত পর্যন্ত। নতুন কনের হাতে আবার মেহেন্দি করা। সেই ছবি পোস্ট করে যখন অভিনেতা আমন্ত্রণ জানান, তখন তো বিয়ে নিয়ে গুঞ্জন হবেই।
আরও পড়ুন: Aishwarya-Abhishek Relationship: মেয়ে আরাধ্যাই এখন ঐশ্বর্যার সব, আরও দূরে অভিষেক
শীঘ্রই গাঁটছড়া বাঁধুক
এমনিতেই অভিনেতার অনুরাগীদের একাংশ বহুদিন ধরেই চাইছেন, এবার দেব বিয়েটা সেরে ফেলুক। খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধুক। তবে সেই আশা অনুরাগীদের হয়ত এখনই পূরণ হবে না। এখন অভিনেতা দেব খাদান (Khaadan) ছবির প্রচার নিয়ে ব্যস্ত। হাতে একগুচ্ছ কাজ। এই ছবি নিয়েও কিন্তু দর্শকদের মনে কৌতুহল আর আকাঙ্ক্ষা কম নেই। নতুন ফর্মেই দেখা যেতে চলেছে দেবকে। অনেকটা সেই পুরনো দেবের রূপে।