ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উন্নতির কোনও লক্ষণই নেই। সময় যত গড়াচ্ছে ততই বিষ বায়ুতে ঢাকছে রাজধানী দিল্লির বাতাস। রীতিমত আকাশছোঁয়া দূষণ রাজধানী দিল্লিতে। বাতাসের গুণমান এতটাই খারাপ যে, দিল্লিতে শ্বাস নেওয়া মানে সারাদিনে ৪৯টি সিগারেট খাওয়ার সমান।
শুধু তাই নয়, রাজধানী দিল্লির এই অপর্যাপ্ত দূষণ চিন্তা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের। কিন্তু উদ্বেগের আওতায় রয়েছে সারা দেশের পরিবেশ। সদ্যসমাপ্ত উৎসবের মরশুমে গোটা দেশ জুড়ে বায়ুদূষণের মাত্রা বৃদ্ধি পেয়েছে। উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সমস্ত রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের চিঠি দিয়েছে। ওই চিঠিতে দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সাধারণ স্বাস্থ্য ব্যবস্থাকেও উন্নত করতে বলা হয়েছে। দূষণজনিত সমস্ত রোগের মোকাবিলা করার জন্য রাজ্য সরকারগুলিকে সব ব্যবস্থা রাখতে বলেছে কেন্দ্র।
‘ভয়াবহ’ বায়ুদূষণের শিকার দিল্লির বাসিন্দারা। কার্যত গ্যাসচেম্বারে পরিণত হওয়া দিল্লিতে (Delhi Air Pollution) অনির্দিষ্টকালের জন্য প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত অনলাইন ক্লাসের নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী (Delhi chief minister Atishi)। বাড়িতে বসে পড়াশোনা করবে একাদশ শ্রেণির পড়ুয়ারাও। শুধু মাত্র দশম থেকে দ্বাদশ শ্রেনীর পড়ুয়াদের যেতে হবে স্কুলে। দিল্লির মুখ্যমন্ত্রী পোস্ট করে জানিয়েছেন, “সোমবার থেকে GRAP-4 বিধিনিষেধ কার্যকর হওয়ার সাথে সাথে, ক্লাস ১০ এবং ১২ ব্যতীত সমস্ত ছাত্রদের জন্য শারীরিক ক্লাস বন্ধ করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত স্কুল অনলাইন ক্লাস করবে”।
আরও পড়ুন : https://tribetv.in/schools-go-online-for-delhi-air-pollution/
আরও পড়ুন: https://tribetv.in/hypersonic-ballistic-missile-successful-test-by-india/
উল্লেখ্য, এছাড়াও রাজধানীতে বাইরে থেকে কোনও ট্রাক ঢোকায় নিষেদ্ধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে নির্মাণকাজও। দেরিতে চলছে ট্রেন এবং বিমান। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের AQI এদিন ৪৯৪ ছুঁয়ে ফেলেছে। যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছনোর পরামর্শ দিচ্ছে বিমান সংস্থাগুলি। এছাড়াও অশোক বিহার, বাওয়ানা, নজফগড়, পাঞ্জাবিবাগ, ওয়াজিরপুরের মতো এলাকাগুলোতেও বায়ুদূষণের মাত্রা ঘোরাফেরা করেছে ৪৯০-এর ঘরে।