ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিচ্ছেদ হয়েছে ঠিকই। কিন্তু বিচ্ছেদের পরেও সলমন খানের (Salman Khan) পাশে দাঁড়িয়েছিলেন রাই সুন্দরী (Aishwarya Rai Bachchan)। কিন্তু ভাইজান রাই সুন্দরীর বিপদের দিনে, আদৌ কি পাশে দাঁড়াবেন? এই যে বিবাহ বিচ্ছেদ নিয়ে এত জল্পনা, কটুক্তি, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের বন্যা, সেক্ষেত্রে সলমন খান চুপ। এই সময় রাই সুন্দরীর পাশে সলমন খানকে দাঁড়ানো উচিত বলে মনে করছেন অভিনেত্রীর অনুরাগীরা।
অনেক অনুস্থানে একসঙ্গে (Aishwarya Rai Bachchan)
ব্যক্তিগত সমীকরণ সাইডে রেখেই দু’জনকে বহুবার নানান অনুষ্ঠানে দেখা গিয়েছে (Aishwarya Rai Bachchan)। যদিও তার মধ্যে এক ফ্রেমে দেখা গিয়েছে খুব কমই। কিন্তু অনুরাগীরা আশা করছেন, এই সময়টা সলমন খানের ঐশ্বর্যার (Aishwarya )পাশে দাঁড়ানো উচিত ছিল। অপরদিকে, সমস্ত নিন্দুকদের মুখে জবাব দিয়ে নতুন করে কাজে ফিরছেন ঐশ্বর্যা।
সলমনকে সমর্থন ঐশ্বর্যার (Aishwarya Rai Bachchan)
২০১৬ সালে রিও অলিম্পিক্সে ভারতের (India) শুভেচ্ছা দূত হিসাবে সলমন খানকে বেছে নেওয়া হয়েছিল। আর এক্ষেত্রে তাঁর নাম নেওয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। এই সময় ব্যক্তিগত সমীকরণ সরিয়ে রাইসুন্দরী (Aishwarya Rai Bachchan) সহ অভিনেতা হিসেবে সলমনকে সমর্থন করেছিলেন। তিনি মনে করতেন, একই পেশার অন্য কেউ যদি অকারণে সমালোচিত হন, তাঁর পাশে দাঁড়ানো উচিত।
আরও পড়ুন: Vikrant Massey: অভিনয় ছাড়ছেন বিক্রান্ত! মাত্র ৩৭ বছরেই জানালেন আলবিদা
অনেকেই ছিলেন সঙ্গে
যদিও শুধু রাই সুন্দরী নয়, পাশাপাশি সেই সময় বহু বলিউড অভিনেতারা সমর্থন করেছিলেন সলমন খানকে। ঐশ্বর্যা বলেছিলেন, “যিনি শিল্প-সংস্কৃতি, বিনোদন বা খেলাধুলার মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করেছেন, তিনি এই বিশেষ পদে আসীন হতে পারেন । কেবল প্রকৃত ব্যক্তিকে চিনে নিতে হবে।”
সমালোচিত ঐশ্বর্যা
২০২৪ সালে রাইসুন্দরী ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচিত। অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে। তাঁদের বিচ্ছেদ জল্পনা গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে । যদিও সেই জল্পনা নিয়ে নীরব রয়েছেন এই তারকা দম্পতি। বরং তাঁরা বিষয়টি কানেই নিচ্ছেন না। শোনা গেছে, মণিরত্নমের ছবিতে জুটি হয়ে ফিরছেন তাঁরা। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এই টানাটানি, একদমই পছন্দ করছেননা তাঁর অনুরাগীরা। এখন অনুরাগীরা চাইছেন, রাইসুন্দরীকে নিয়ে এই জল্পনা, তাঁকে নিয়ে ট্রোল হওয়ার বিরুদ্ধে সলমন অন্তত কিছু বলুক।
আরও পড়ুন: Raj Kundra House Raid: পর্ন কাণ্ডে ফের বিপাকে রাজ কুন্দ্রা! শিল্পা-রাজের বাড়িতে ED
নতুন পোস্ট
প্রসঙ্গত, সম্প্রতি নতুন করে জল্পনা তৈরি হয়েছে, রূপটান শিল্পী অ্যাড্রিয়ান জেকবের একটি পোস্টে। যে ছবিটি তিনি পোস্ট করেছেন অভিনেত্রীর সঙ্গে শুটিং সেট থেকে। ক্যাপশনে লিখেছেন, কাজের জায়গায় ঐশ্বর্যার সঙ্গে একটা ভালো দিন কাটল। যদিও কাজটি কী, সেই বিষয়ে বিস্তারিত তিনি কিছু জানাননি। অপরদিকে ঐশ্বর্যার অনুরাগীরা তো ভীষণ খুশি। এই ছবি দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে।
আরাধ্যার জন্মদিনে ছিলেন অভিষেক
আরেকটা বিষয় চোখে পড়েছে নেটিজেনদের। আরাধ্যার জন্মদিনে অভিষেক ঐশ্বর্যার সঙ্গেই ছিলেন। সেই তথ্য প্রকাশ্যে এসেছে জন্মদিনে অনুষ্ঠান আয়োজনকারী সংস্থার প্রকাশ করা ভিডিয়োয়।