ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বকেয়া বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিধানসভায় ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট কোনও কারণ ছাড়াই বাংলার বিপুল পরিমাণ বকেয়া টাকা আটকে রেখেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রের কাছে এখনও বাংলার বকেয়া ১৪ হাজার কোটি টাকা। সোমবার বিধানসভায় বকেয়া ইস্যুতে বলতে গিয়ে এই অভিযোগ করেন তিনি।
এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজ, আবাস যোজনা থেকে শুরু করে রেশন। সব কিছুতেই বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে বহুবার সরব হয়েছেন তিনি।
আরও পড়ুন:https://tribetv.in/people-show-protest-due-to-bad-conditions-of-road-at-south-24-pgs-areas/
এমনকি কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া রয়েছে চালের ভরতুকির টাকাও। সব কিছুতেই কেন্দ্রের বরাদ্দ অর্থ নিয়ে বাংলার সঙ্গে টানাপোড়েন অব্যাহত। বারবার বলেও মেলেনি সুরাহা। এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে সন্তোষজনক উত্তর না পাওয়ায় ফের একবার বিধানসভা থেকে বকেয়া ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:https://tribetv.in/tmc-mla-lovely-maitra-targets-opponents-over-rg-kar-protest-issue/
এর আগেও নির্বাচনী আবহে বহুবার বাংলার প্রতি কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ নিয়ে সরব হয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। বকেয়া বঞ্চনা নিয়ে কেন্দ্রকে তোপ দেগেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আক্রমণ শানিয়েছেন রাজ্যের শাসক দলের হেভিওয়েট নেতামন্ত্রীরা। ফের একবার সেই সুরেই সুর মিলিয়ে বিধানসভা থেকে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।