ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পঞ্চায়েত সমিতির সভাপতি (President Of Panchayat Samiti) ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের (Education Officer Of Zilla Parishad) অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট (Viral Images In Social Media)। চাঞ্চল্য বসিরহাট মহকুমার বাদুড়িয়া পঞ্চায়েত এলাকায়। সাংবাদিক বৈঠক করে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে সরব জেলা তৃণমূল নেতৃত্ব (Viral Images In Social Media)।
তৃণমূল নেতা-নেত্রীর অশ্লীল ছবি (Viral Images In Social Media)
সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রতারণা কিংবা ফেক প্রোফাইল থেকে অশ্লীল ছবি (Viral Images In Social Media) পোস্ট নতুন কোনো বিষয় নয়। এবারে সোশ্যাল মিডিয়ায় পঞ্চায়েত সমিতির সভাপতি (President Of Panchayat Samiti) ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের (Education Officer Of Zilla Parishad) অশ্লীল ছবি পোস্টের অভিযোগ। চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার (Basirhat sub-division) বাদুড়িয়া পঞ্চায়েত এলাকায় (Viral Images In Social Media)।
কালিমালিপ্ত করার ষড়যন্ত্রের অভিযোগ (Viral Images In Social Media)
জানা গিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভিনের (Kuhelika Parveen) সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ, বুরহানুল মোকাদ্দিম লিটনের (Burhanul Mokaddeem Liton) একটি অশ্লীল ছবি পোস্ট করা হয়। ঘটনা জানাজানি হতেই নড়েচড়ে বসে জেলা তৃণমূল নেতৃত্ব। (Viral Images In Social Media)।
আরও পড়ুন: Kolkata Book Fair 2025: এপিডিআর সংগঠনকে স্টল না দেওয়ার অভিযোগ, গিল্ডের বিরুদ্ধে আদালতে নালিশ

সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতৃত্ব (Trinamool Leadership At The Press Conference)
অভিযোগ জানানো হয় থানায়। বুধবার সাংবাদিক বৈঠক করেন বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি কুহেলিকা পারভিন (Kuhelika Parveen)। সঙ্গে ছিলেন জেলা তৃণমূল নেতৃত্বও। অভিযোগ, তাঁদের কালিমালিপ্ত করার ষড়যন্ত্র চলছে। বিষয়টি রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। মূল ষড়যন্ত্রকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন বুরহানুল মোকাদ্দিম লিটন (Burhanul Mokaddeem Liton)।
তোপসিয়া থেকে গ্রেফতার উমেশ খান (Umesh Khan Was Arrested)
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ (The Police Are Investigating)। কলকাতার তোপসিয়া থেকে উমেশ খান (Umesh Khan) নামের একজনকে গ্রেফতার করে বসিরহাট সাইবার ক্রাইম থানা (Basirhat Cyber Crime Police Station)। ধৃত যুবক কলেজ পড়ুয়া। জানা যায়, যে প্রোফাইল থেকে অশ্লীল ছবিটি ভাইরাল হয়েছিল, সেটি চালাতো উমেশই। ফেক ফেসবুক অ্যাকাউন্ট-এ যে ঠিকানা ছিল তা বাংলাদেশের রাজশাহীর (Rajshahi, Bangladesh)। ৫০০০ টাকার বিনিময়ে ধৃত উমেশ খান এই কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ।