ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমরা যেমন গরমে হোক বা বর্ষায় নিজেদের খেয়াল রাখি, তেমনই আমাদের পোষ্যেরও খেয়াল(Pet Care Tips)রাখতে হয়। অতিরিক্ত গরমে পোষ্যের নানারকম রোগ হতে পারে। এই সময় একটি রোগ পোষ্যদের মধ্যে প্রায়ই দেখা যায়। সেটি হল লোম উঠে যাওয়া। আপনার পোষ্যের কি অতিরিক্ত লোম ঝরে যাচ্ছে? সেই সঙ্গেই সারা শরীরে চুলকানি। যেসব পোষ্যের গায়ে লোমের পরিমাণ বেশি, তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। এছাড়াও দেখা যায় ছোট ছোট লালচে-কালো পোকা লোমের মধ্যে ঘুরে বেড়ায় পোষ্যের গায়ে। ফলে চুলকানি, লোম ঝরে যাওয়া, ঘা হতে পারে। আবার অ্যালার্জি জনিত সমস্যাতেও ভুগতে পারে পোষ্য। জেনে নিন কী কী কারণে লোম ঝরে পোষ্যের, আপনি কী ভাবে যত্ন নেবেন।
কী কারণে অতিরিক্ত লোম ঝরতে পারে পোষ্যের?(Pet Care Tips)
অ্যালার্জি – লোম ওঠার পিছনে একাধিক কারণ থাকতে পারে। যেমন অ্যালার্জি। গরম থেকে হিট অ্যালার্জি হতে পারে পোষ্যের। যা লোম ওঠার বড় কারণ। অ্যালার্জি বাড়লে ত্বকের গুরুতর সমস্যাও হতে পারে।
গায়ে টিক বা এঁটুলি – গায়ে এঁটুলি পোকাগুলি বাসা বাঁধলেও একই সমস্যা হতে পারে। প্রসঙ্গত, গরমকালে এই সমস্যার বাড়বাড়ন্ত হয়। তাই খুদে পোষ্যের গায়ে যাতে কোনও পোকা বাসা না বাঁধে, সেদিকে খেয়াল রাখতে হবে।

সংক্রমণ – ত্বকের কোনও সংক্রমণ থেকে লোম উঠে যেতে পারে পোষ্যের। গরমকালে পোষ্যকে নিয়ে বাইরে বেরোনো কম হলেও সংক্রমণের আশঙ্কা থেকে যায়। এর জেরে গায়ের লোম উঠতে পারে বাড়ির আদুরে সদস্যটির।

পুষ্টির অভাব – পুষ্টির অভাবজনিত কারণেও এই সমস্যাটি হতে পারে। নির্দিষ্ট কিছু পুষ্টির অভাব ঘটলে লোম পড়া বেড়ে যায়। সেটি হচ্ছে কি না দেখতে হবে।
আরও পড়ুন: Horoscope: রবিবারের বারবেলায় মনে আসবে শান্তি, জানুন আজকের রাশিফল!
অতিরিক্ত লোম পড়লে আপনার কী করণীয়?(Pet Care Tips)
১) লেবুর রস পোষ্যর ত্বকের(Pet Care Tips)জন্য খুবই উপকারী। ত্বকে ব্যাক্টিরিয়ার সংক্রমণ রোধ করতে পারে। ত্বকের স্বাভাবিক পিএইচের মাত্রা বজায় রাখে।

২) নিমপাতা এবং অ্যালোভেরা জেল একসঙ্গে মিশিয়ে সারা গায়ে মাখিয়ে ঘণ্টাখানেক রেখে স্নান করালে ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি পেতে পারেন। তবে খেয়াল রাখতে হবে এই মিশ্রণ যেন পোষ্যর পেটে না যায়।
আরও পড়ুন: 2 February Rashifol: কাজের জায়গায় বাড়বে সম্মান, ব্যবসাতেও দারুণ লাভ, জানুন আজকের রাশিফল!
৩) নিয়মিত দই ভাত দিন আপনার পোষ্যটিকে। এতে ওজন নিয়ন্ত্রণ এবং ত্বক দুই-ই ভালো থাকবে।
৪) যদি ডগ ফুড খাওয়ানোর অভ্যাস থাকে তবে দোকান থেকে খাবার কেনার সময়ে অবশ্যই খাবারের উপকরণ দেখে নিন।