ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফিল জোন্স রেড ডেভিলস-এর ম্যানেজার রুবেন আমোরিমকে (Ruben Amorim) সমর্থন করেছেন। ক্লাব পুনর্গঠনের সময় ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি ঘরোয়া লড়াই এবং ইউরোপা লিগ জয়ের অনিশ্চয়তা সত্ত্বেও সমর্থকদের দলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
সমর্থকদের কাছে ধৈর্য চাইলেন ফিল জোন্স (Ruben Amorim)
ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন সেন্টার-ব্যাক ফিল জোন্স ক্লাবের সমর্থকদের উদ্দেশে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন (Ruben Amorim)। চলতি প্রিমিয়ার লিগে ইউনাইটেডের খারাপ পারফরম্যান্সের মাঝেই তিনি এই বার্তা দিলেন। একই সঙ্গে ক্লাবের ম্যানেজার রুবেন আমোরিম যেভাবে দলকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছেন, তা অনেক সময়ই নজরে আসছে না বলে মনে করেন জোন্স।
আমোরিমকে সময় দেওয়ার পক্ষে যুক্তি (Ruben Amorim)
ভারতের সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিল জোন্স বলেন, রুবেন আমোরিমের (Ruben Amorim) পরিকল্পনাকে সফল করতে সময় দেওয়া জরুরি। এই মুহূর্তে প্রিমিয়ার লিগে ইউনাইটেড ১৩ নম্বর স্থানে রয়েছে। লিগ টেবিল অনুযায়ী, ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়েছে। এখন একমাত্র ভরসা ইউরোপা লিগ।
জোন্স বলেন, “আমি ম্যানেজারকে খুবই পছন্দ করি। উনি খুব খোলামেলা এবং সৎভাবে কথা বলেন। ওঁর সঙ্গে সমর্থকদের একটা বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে, যা খুব গুরুত্বপূর্ণ। উনি এখনো দল গড়ে তুলছেন, স্কোয়াড বিশ্লেষণ করছেন, কী ভালো কাজ করে আর কী করে না, সেটা খতিয়ে দেখছেন। প্রত্যেক ম্যানেজারই কিছুটা সময় চান, এবং আমাদের ধৈর্য ধরতে হবে।”
আরও পড়ুন: KL Rahul Celebration: চিন্নাস্বামিতে কেএল রাহুলের তাণ্ডব, নিজের মাঠে রাজা হয়ে ফিরলেন ‘লোকাল বয়’
তিনি আরও বলেন, “আমি নিজেও একজন সমর্থক, জানি আমাদের মাঝে মাঝে সেই ধৈর্য থাকে না। কিন্তু আমোরিমকে কাজ করতে দিতে হবে, উনিই জানেন কীভাবে কাজটা করতে হয়। আমি নিশ্চিত, ভালো সময় আসবে।”
খেলোয়াড়দের পরিশ্রমও নজর কাড়ছে না
জোন্স বলেন, “ও খুব ভালো কাজ করছে, আমাদের ওঁর পাশে থাকতে হবে। ওঁর সমর্থন প্রাপ্য। আমি জানি, উনি কতটা কঠোর পরিশ্রম করেন — এটা আমি প্রতিদিন দেখেছি। খেলোয়াড়রাও খুব পরিশ্রম করছে, যদিও সেটা অনেক সময় চোখে পড়ে না। তবে যেমন বললাম, আমরা এখনো ইউরোপা লিগে আছি। এটা একটা বড় প্রতিযোগিতা, জেতা সম্ভব এবং আশা করি আমরা এখান থেকে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেতে পারব।”
আরও পড়ুন: Dhoni CSK Skipper: ধোনির চমকপ্রদ প্রত্যাবর্তন! ফের চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মাহি
চোট ও শেষ মুহূর্তের ভুলে ভুগছে ইউনাইটেড
চলতি ২০২৪-২৫ মরশুমে ইউনাইটেডের পারফরম্যান্স বারবার ব্যাহত হয়েছে চোট এবং ম্যাচের শেষ মুহূর্তে ঘটে যাওয়া ভুলের কারণে। তবে ইউরোপা লিগে তারা কিছুটা স্বস্তি পেয়েছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিওঁর বিরুদ্ধে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া করার পর ফের চাপ বেড়েছে। প্রথম লেগ শেষ হয়েছে ২-২ গোলে। এখন দ্বিতীয় লেগে ওল্ড ট্র্যাফোর্ডে নামবে তারা। সেই ম্যাচে ভাল খেলাই এখন একমাত্র লক্ষ্য।