ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের রহস্যমৃত্যু। উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে মৃত্যু, হোটেলে বন্ধুর ঘর থেকে উদ্ধার দেহ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মৈনাক পাল বন্ধুর সঙ্গে আলমোরা বেড়াতে গিয়েছিলেন। ফেরার সময় হোটেলেই মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। হোটেলের বাথরুম থেকে উদ্ধার হয় ওই অধ্যাপকের নিথর দেহ। সূত্রের খবর, মৃত অধ্যাপকের হাতের শিরা কাটা পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, দুই বন্ধুর সঙ্গে উত্তরাখণ্ডে বেড়াতে গিয়েছিলেন মৈনাক (৪৪)। ফেরার সময় অবশ্য তিনি একাই ছিলেন। লালকুয়াঁয় একটি হোটেলে উঠেছিলেন মৈনাক। শনিবার সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। কী ভাবে এই মৃত্যু, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
আরও পড়ুন:https://tribetv.in/call-for-a-vote-boycott-before-by-elections-at-taldangra/
আরও জানা গিয়েছে, বরাহনগরের বাসিন্দা মৈনাকের পাহাড়ে ঘোরার নেশা ছিল খুব। সেই জন্যই দিনকয়েক আগে দুই বন্ধুর ( যদিও তারা কেউই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত নন) সঙ্গে উত্তরাখণ্ডের আলমোড়ায় বেড়াতে গিয়েছিলেন। বাঘ এক্সপ্রেসে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। ফেরার সুবিধার জন্য স্টেশনের কাছেই হোটালা উঠে ছিলেন তিনি।
শুক্রবার রাতে সেই হোটেলের একটি ঘর থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তবে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শনিবার দেহের ময়নাতদন্ত করা হয়। দেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।