ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্বামী-স্ত্রী থেকে ভাই-বোন, ‘ফুলকি’র (Phulki) প্রোমো দেখে রীতিমত হতবাক হয়েছে দর্শক (Phulki upcoming episode)। সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে জমেছে মিম ট্রোলের পাহাড়। এই বিষয়ে কী মনে করছেন ধারাবাহিকের নায়িকা ফুলকি অর্থাৎ দিব্যানি মন্ডল (Devyani Mandal)? বিষয়টা নাকি পুরোটাই ষড়যন্ত্র! আগামী পর্বগুলোতে ঠিক কী হতে চলেছে? সবটাই জানালেন ট্রাইব টিভিকে।
কঠিন শাস্তি পাবে রুদ্র (Phulki upcoming episode)
ধারাবাহিকের গল্প অনুযায়ী, রুদ্ররূপ স্যানাল প্রচুর মানুষের সাথে অন্যায় করেছে (Phulki upcoming episode)। এবার সেই অন্যায়ের শাস্তি পাওয়ার পালা। এছাড়াও রুদ্রর বহু অন্যায় এখনও সামনে আসেনি। সেই অন্যায় গুলো কি সবার সামনে আসবে? রুদ্র কি সত্যি ধরা পড়বে? উচিত শাস্তি কি পাবে? তাছাড়া রুদ্র বহুবার শাস্তি পেতে গিয়েও পায়নি। এবার তাকে শাস্তি দিতে ফুলকিরা কোন প্ল্যান করছে? সেই প্ল্যান থেকে রুদ্র কি বেঁচে পালিয়ে যেতে পারবে? ঠিক এই প্রশ্নের উত্তরগুলো থাকছে ‘ফুলকি’র আগামী পর্বে।
প্রোমো নিয়ে মিশমির বক্তব্য (Phulki upcoming episode)
ফুলকি আর দিদি ভাইয়ের সাথে অনেক খারাপ হয়েছে। প্রত্যেকবার রুদ্র অন্যায় করে পালিয়ে গিয়েছে। কিন্তু ফুলকিরা ধরতে পারেনি। এবার রুদ্রকে উচিত শিক্ষা দিতে পরিকল্পনা করেছে ফুলকি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটু অন্য ধরনের প্রোমো। যা দেখে সোশ্যাল মিডিয়ায় জমেছে মিম ট্রোলের পাহাড়। এক্ষেত্রে মিশমি দাসের (Mishmee Das) বক্তব্য, ” ভাই বোনের সম্পর্ককে কোনও ভাবেই ছোট করা হয়নি। শুধুমাত্র এটা দেখানো হয়েছে যে, রুদ্ররূপ সান্যাল ঠিক কতটা নোংরা মনের মানুষ হতে পারে। এতটাই জঘন্য ষড়যন্ত্র করেছে যে, স্বামী-স্ত্রীর সম্পর্ককে ভাই-বোনের সম্পর্কের নাম দেওয়ার চেষ্টা করেছে।”
আরও পড়ুন: Sourav-Ayan: খাবারের দোকান ছেড়ে অভিনয়ে পরিচালক অয়ন, পরীক্ষা নিলেন সৌরভ গাঙ্গুলির!
নেগেটিভ মন্তব্য কীভাবে দেখেন ফুলকি?
ফুলকি অর্থাৎ দিব্যানি মন্ডলের কথায়, “ষড়যন্ত্র ফাঁসের কিনারা করার চেষ্টা করছি আমরা। আর সোশ্যাল মিডিয়ায় এই যে মানুষ নেগেটিভ কথা বলছে, আমার ভীষণ মজা লেগেছে।” পর্দার ফুলকি মিম বেশ উপভোগ করেছেন। এর আগেও দিব্যানিকে নিয়ে ট্রোল হয়েছিল। যখন ধারাবাহিকের প্রথম দিকে বলেছিলেন, ” পায়রা বলে কি মানুষ নয়”। যদিও তখন দিব্যানি ইনস্টাগ্রামে অতটা অ্যাক্টিভ ছিলেন না। তাই তখন ট্রোল কিংবা মিম সেভাবে চোখে পড়েনি।
আরও পড়ুন: Salman-Atlee: অ্যাটলির ছবিতে নায়ক বদল, ভেস্তে গেল সলমনের পরিকল্পনা!
দোলের পরিকল্পনা
সামনেই রঙের উৎসব। দোল পূর্ণিমাকে কেন্দ্র করে মিশমি এবং দিব্যানির কি কি পরিকল্পনা রয়েছে? এই বিষয়ে মিশমি বলেন, তিনি সেভাবে কোনও রং পছন্দ করেন না। তাই দোলে আপাতত সেভাবে কোনও প্ল্যান নেই। অপরদিকে ফুলকি অর্থাৎ দিব্যানি কিন্তু পুরো ভূত করে রং মাখিয়ে খেলতে ভালোবাসেন। চুটিয়ে রং খেলেন। তবে এবার শুটিংয়ের ব্যস্ততা রয়েছে। সেক্ষেত্রে কি হবে, তা তো সময় বলবে।