ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পরমপত্নীর মাতৃত্বকালীন অবস্থার পাঁচ মাস চলছে (Piya Chakraborty)। কিন্তু পিয়া চক্রবর্তী বসে নেই। পাশাপাশি চলছে কাজও। এবার পিয়ার বেবি বাম্পে কান দিয়ে কী শোনার চেষ্টা করলেন দিদা? ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। শুধু তাই নয়, ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে ‘হবু দিদা’।
খুদের উপস্থিতি টের পাওয়ার চেষ্টা (Piya Chakraborty)
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন মনোবিদ তথা সমাজসেবী রত্নাবলী রায়। যেখানে দেখা যায়, অন্তঃসত্ত্বা পিয়ার বেবি পাম্পে তিনি কান দিয়ে খুদের উপস্থিতি টের পাওয়ার চেষ্টা করছেন। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই, ছবিটি তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ছবিটিতে দেখা যায়, পিয়ার (Piya Chakraborty) পরনে রয়েছে নীল রঙের লং গাউন। চোখে চশমা। খোলা চুল। আর ঠোঁটে একরাশ হাসি।
মা-মেয়ের সম্পর্ক (Piya Chakraborty)
পিয়া চক্রবর্তী এবং রত্নাবলী রায়ের (Ratnaboli Ray) সম্পর্ক একেবারেই মা মেয়ের মতো। এছাড়াও রত্নাবলীর অঞ্জলি মেন্টাল হেলথে পিয়া (Piya Chakraborty) এক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। পিয়া নিজেও একজন সমাজসেবী। মানসিক স্বাস্থ্য নিয়ে বহুদিন ধরেই কাজ করছেন। কিন্তু হঠাৎ রত্নাবলী পিয়ার সন্তানের দিদা হতে চাইলেন কেন? এমন প্রশ্ন বহু অনুরাগীর। একজন এমন মন্তব্যও করেছেন। সেক্ষেত্রে রত্নাবলী উত্তর দিয়েছেন, তিনি মাসি হতে চান না। কারণ তিনি মাসি অনেক বার হয়েছেন। এবার তিনি দিয়া বা দিয়ামনি হতে চান। এছাড়াও আর এক অনুরাগী লিখেছেন, ” আমার মাও এমনটাই করত সারাদিন”।
আরও পড়ুন: Govinda-Sunita Relationship: পরকীয়ায় জড়িয়েছেন গোবিন্দ, ভাঙছে ৩৭ বছরের সংসার!
পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি
সত্যি বলতে, পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি মা হওয়ার অনুভূতি । এছাড়াও নতুন সদস্য আসছে বলে কথা। যখন সেটা হৃদয় থেকে অনুভব করবেন, যে তিনি দিদা হচ্ছেন, সেই অনুভূতিও অভূতপূর্ব। সেই জায়গা থেকেই, আনন্দের সঙ্গে রত্নাবলী ছবিটি শেয়ার করেছেন।
কবে আসছে নতুন সদস্য?
২০২৩ সালের নভেম্বরে গাঁটছড়া বেঁধেছিলেন পরমব্রত চ্যাটার্জি (Parambrata Chatterjee) এবং পিয়া চক্রবর্তী। ঘরোয়া ভাবে বিয়ের অনুষ্ঠান করেন। বিয়ের দু বছরের মাথায় শোনান সুখবর। এর আগে পিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল সঙ্গীত শিল্পী অনুপম রায়ের। একটা সময় সোশ্যাল মিডিয়ায় পরমব্রত এবং পিয়া ট্রোলের শিকার হয়েছিলেন। যদিও তাঁরা সেসব একেবারেই পাত্তা দেননি। তাঁদের জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে গান। মাঝে মধ্যেই পরমব্রতকে গিটার হাতে, আর তাঁর পাশে পিয়াকে দেখা যায়।
আরও পড়ুন: Adrit Roy: বিয়ের বছর ঘোরার আগেই কৌশাম্বীর প্রতি বিরক্ত আদৃত! তবে কি সম্পর্কে ভাঙন?
চলতি বছরের ফেব্রুয়ারিতেই জানিয়েছেন, তাঁদের সংসারে আসছে নতুন সদস্য। বেবি অন দ্য ওয়ে কার্ড শেয়ার করে পিয়া লিখেছিলেন, “ভ্যালেন্টাইন পার্টিতে একটু দেরি হয়ে গেল। কারণ আমরা এটা নিয়ে ব্যস্ত ছিলাম”। তারপর দুই পোষ্যের সঙ্গে ছবি দিয়ে চারটি ছবি পোস্ট করেন। তার সাথে ছিল চারটি ছোট ছোট বাক্য। এক কথায় পোস্টটি ছিল অভূতপূর্ব । মুহূর্তে অনুরাগীদের শুভেচ্ছায় ভরে যায় কমেন্ট বক্স। বর্তমানে পিয়া ৫ মাসের অন্তঃসত্ত্বা। আগামী জুন মাসে পরম-পিয়ার সংসারে আসছে খুদে সদস্য।