ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ওয়াশিংটনে যে ভয়াবহ বিমান-চপার সংঘর্ষের (Plane Crash in Washington) ঘটনা ঘটেছে, সেই ঘটনা থেকে কোনও যাত্রীর বেঁচে ফিরে আসার আশা নেই বললেই চলে। সংঘর্ষের পর পটোম্যাক নদীতে ভেঙে পড়ে বিমান এবং চপারটি। বর্তমানে সেই নদী থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক মৃতদেহ।
ভয়াবহ চপার-বিমান সংঘর্ষ (Plane Crash in Washington)
বৃহস্পতিবার হোয়াইট হাউসের থেকে পাঁচ কিলোমিটার দূরে (Plane Crash in Washington) আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। সেনাবাহিনীর চপারের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। সেই বিমানে ৬৪ জন যাত্রী ছিলেন। চপারে পাইলট-সহ তিন জন ছিলেন। পটোম্যাক নদী থেকে ৪০টিরও বেশি দেহ উদ্ধার করা হয়েছে। এখনও তৎপরতার সঙ্গে উদ্ধারকার্য চালাচ্ছে আমেরিকার প্রশাসন। প্রশাসনের তরফে হয়েছে এই দুর্ঘটনার ভয়াবহতা এতটাই যে কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই।
ক্ষোভে ফুঁসছেন ট্রাম্প (Plane Crash in Washington)
এই ঘটনায় বেজায় ক্ষুব্ধ হয়েছেন মার্কিন মুলুকের প্রেসিডেন্ট (Plane Crash in Washington) ডোনাল্ড ট্রাম্প। পূর্বের জো বাইডেন সরকারের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। ট্রাম্পের মতে জো বাইডেন ও বারাক ওবামার নীতির ভুলের জন্যই প্রাণ হারাতে হয়েছে এতজন মানুষকে।
আরও পড়ুন: Trump vs Meta: ট্রাম্প ও মেটার মধ্যে মামলার মীমাংসা, ট্রাম্পের লাইব্রেরির জন্য মিলবে ২২ মিলিয়ন ডলার
কী বক্তব্য ট্রাম্পের?
বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আগের সরকার (Plane Crash in Washington) আমেরিকার বিমান বিভাগে অযোগ্য কর্মীদের নিযুক্ত করেছিল। তাই আজ এই অবস্থা। বাইডেন ও ওবামা নিজেদের আমলে বিমান বিভাগে বৈচিত্র ও সমতার নীতি চালু করেছিলেন। এই বিভাগে নিয়োগের ক্ষেত্রে তারা জোর দিতেন সমতার উপর। আমেরিকার পূর্বতন সরকার বর্ণবৈষম্য এড়াতেই এই প্রথা চালু করেছিল বলে দাবি ডেমোক্র্যাটদের। ট্রাম্প এই নীতির বিরোধ করে জানিয়েছেন যে, এইসব করতে গিয়ে যাত্রী সুরক্ষার কথা ভাবেনি বাইডেন সরকার।
প্রাক্তন পরিবহণ সচিবের দিকে কটাক্ষের তীর
আমেরিকার বিমান বিভাগ অর্থাৎ আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশনের (Plane Crash in Washington) বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়া নিয়ে যাত্রী সুরক্ষার কথা না ভাবার অভিযোগ আগেও উঠেছিল। প্রাক্তন পরিবহণ সচিবের দিকে কটাক্ষের তীর ছুঁড়ে ট্রাম্প বলেছেন যে তিনি জেনেশুনে এই ধরণের ভুল করেছেন। তিনি জানতেন এই বিমান বিভাগে কর্মরত ব্যক্তিদের মানসিক সমস্যা আছে।
নিয়োগ প্রক্রিয়ায় বদল
আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশনের ভারপ্রাপ্ত প্রশাসক (Plane Crash in Washington) হিসেবে বর্তমানে ট্রাম্প নিযুক্ত করেছেন ক্রিস রচেলিয়াউকে। জল্পনা শোনা যাচ্ছে যে, ট্রাম্প বোধহয় এবার নিয়োগ প্রক্রিয়ায় বদল আনলেও আনতে পারেন। সমতা ও বৈচিত্রের বিরোধী নন ট্রাম্প। তবে, ট্রাম্পের ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যে এহেন বিমান দুর্ঘটনার ফলে উদ্বিগ্ন সেদেশের প্রশাসন।