Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দুর্নীতি, অনুপ্রবেশকারী, উন্নয়ন এবং (PM Modi in Kolkata Metro) বাংলা ভাষা-এই চারটি বিষয়ে জোর দিয়ে শুক্রবার দমদমে বক্তৃতা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, বাংলায় পরিবর্তনের প্রয়োজন, আর সেই পরিবর্তন সম্ভব বিজেপির হাত ধরেই। প্রধানমন্ত্রীর দাবি, “শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েও তৃণমূলের এক মন্ত্রী পদ ছাড়েননি। রেশন কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া অন্য এক মন্ত্রীও একই কাজ করেছেন। এঁরা জনতাকে ঠকাচ্ছেন। সরকারে থাকার অধিকার নেই এঁদের।”
দুর্নীতিবিরোধী আইন (PM Modi in Kolkata Metro)
মোদী বলেন, “আমি চাই দুর্নীতিবিরোধী আইন কড়া হোক (PM Modi in Kolkata Metro)। এমনকি আমি যদি দুর্নীতি করি, তাহলে আমারও প্রধানমন্ত্রীর পদে থাকার অধিকার নেই। কিন্তু তৃণমূল এই বিলের বিরোধিতা করছে সংসদে। কেজরিওয়ালকে নিশানা করে তিনি বলেন, “জেলে থেকেও মুখ্যমন্ত্রীর কাজ চালানো হচ্ছে, এটা সংবিধানের অপমান।”
অনুপ্রবেশকারীদের আশ্রয়ের অভিযোগ (PM Modi in Kolkata Metro)
এদিন মোদী তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “বাংলার গরিব মানুষ, যুবসমাজ সবাই কাজের সুযোগ (PM Modi in Kolkata Metro) থেকে বঞ্চিত হচ্ছেন। অনুপ্রবেশকারীরা সেই সুযোগ কেড়ে নিচ্ছে। তৃণমূল ভোটব্যাঙ্কের স্বার্থে এদের আশ্রয় দিচ্ছে।” তিনি জানান, বিজেপি সরকার এলে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। মোদী বলেন, “বাংলার উন্নয়নের জন্য বিজেপির কাছে স্পষ্ট পরিকল্পনা আছে। কিন্তু তৃণমূল শুধু কেন্দ্রীয় প্রকল্প আটকে দিচ্ছে। স্মার্ট সিটির মতো প্রকল্পেও তারা বাধা সৃষ্টি করেছে।”

আরও পড়ুন: Joint Entrance: প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসঙ্গও এ দিন উঠে আসে প্রধানমন্ত্রীর মুখে। তিনি বলেন, “আমরাই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি। বাংলা সংস্কৃতিকে সন্মান জানাই।” ‘অপারেশন সিঁদুর’-এর কথা তুলে ধরে তিনি জানান, “আমাদের সেনারা দেশি অস্ত্র দিয়ে জঙ্গিদের শিক্ষা দিয়েছে। বাংলার সেনাদের আমি কুর্নিশ জানাই।” সবশেষে তিনি বলেন, “বিজেপিকে একবার সুযোগ দিন। আমরা ‘শ্যামাপ্রসাদের স্বপ্নের বাংলা’ গড়ে তুলব। এখন আর শুধু স্লোগান নয়, এবার বলুন-‘বাঁচতে চাই, তাই বিজেপি চাই।’” মোদীর বার্তা স্পষ্ট-তৃণমূল গেলে তবেই আসল পরিবর্তন হবে।