Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অবসরের পরে চেতেশ্বর পূজারাকে চিঠি প্রধানমন্ত্রী মোদির। ভারতের এই প্রাক্তন তারকা ব্যাটারকে চিঠিতে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী (Cheteshwar Pujara)।
প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা (Cheteshwar Pujara)
একের পর বাউন্স তার শরীর লক্ষ্য করে করা হলেও তাকে টলাতে পারে নি অস্ট্রেলিয়ার বোলাররা। টেস্ট ক্রিকেটে বরাবর ভারতের ব্যাটিং দুর্গ একা সামলেছেন তিনি। বারবার আঘাতের পরেও দাঁতে দাঁত চেপে লড়াই করার আরেক নাম চেতেশ্বর পূজারা।
সম্প্রতি তিনি সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। নিজের অবসরের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানোর পর থেকেই মনখারাপ ক্রিকেটেপ্রেমীদের। টি-টোয়েন্টি ও ODI থেকে সরে দাঁড়িয়েছিলেন আগেই, এ বার টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়ালেন তিনি (Cheteshwar Pujara)।
পূজারার অবসরের পর তার সুদীর্ঘ কেরিয়ারের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন কোহলি, সচিন, গম্ভীর সকলেই। এবার সেই শুভেচ্ছা এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক বর্ডার-গাভাসকর ট্রফি জয়েও যে পূজারার গুরুত্বপূর্ণ অবদান ছিল, সেই স্মৃতিচারণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী সেই চিঠিতে লিখেছেন ‘আমি তোমার অবসরের কথা জেনেছি। গোটা ক্রিকেটবিশ্ব তোমার দীর্ঘ্য কেরিয়ারের প্রশংসা জানিয়েছে। আমি তোমার এই সফল ও দুর্ঘ কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানাই। আধুনিক যুগে যখন ছোট ফরম্যাটের ক্রিকেটের আধিপত্য বেড়েছে, তখন টেস্টের সৌন্দর্যের প্রতীক ছিলে তুমি। তোমার দৃঢ় মানসিকতা এবং দীর্ঘ সময় ধরে প্রচুর মনোযোগের সঙ্গে ব্যাটিং দক্ষতার কারণেই ভারতীয় ব্যাটিং লাইন-আপের মূল স্তম্ভ হয়ে উঠেছিলে।’
আরও পড়ুন : Hockey Asia Cup 2025: জোড়া গোলের দাপটে ভারতের জয়ের রথ অব্যাহত
প্রধানমন্ত্রী চিঠিতে বিদেশের মাটিতে পুজারার ব্যাটিং দক্ষতা এবং দৃঢ়তার কথা উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন ‘অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের ভিত্তি স্থাপন হয়েছিল তোমার হাত ধরেই। বিশ্বের অন্যতম শক্তিশালী দলের বোলিং অ্যাটাকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বুঝিয়েছ কী ভাবে দলের দায়িত্ব নিতে হয়।’
নরেন্দ্র মোদির থেকে প্রশংসা পেয়ে উচ্ছ্বসিত পূজারা নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘প্রধানমন্ত্রীর থেকে প্রশংসামূলক চিঠি পাওয়াটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আমার সম্পর্কে তিনি যে কথাগুলি লিখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।’ সেই পোস্টে পূজারা প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক খেলা, বহু ম্যাচ জেতার কারিগর তিনি। ক্রিকেটের মাঠে এক দৃঢ় সংকল্পের নাম হয়ে থাকবেন ভারতীয় প্রাক্তন ব্যাটসম্যান পূজারা (Cheteshwar Pujara)।