ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মহাকুম্ভ(Maha Kumbha 2025), যা ১৪৪ বছর পর হয়। ২০২৫ সাল ছিল সেই পবিত্র বছর। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছিল মহাকুম্ভ উৎসব। এক মাসের অধিক সময় ধরেই প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে চলেছিল এই মহাকুম্ভ। ১৪৪ বছর পর আসা পুণ্য উৎসবে যোগ দিয়েছিলেন দেশ-বিদেশ থেকে আগত পুণ্যার্থীরা। মহাকুম্ভে এসে পুণ্যডুব দিয়ে গিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও(PM Modi)। নিজের সেই আবেগ নিয়ে পরবর্তীতে লেখা-লিখিও করেন তিনি। গত মাসে ২৬ তারিখ প্রয়াগরাজে শেষ হয়েছে ১৪৪ বছর পর আগত এই পবিত্র উৎসব। এবার দেশের সংসদে দাঁড়িয়ে মহাকুম্ভ নিয়ে মুখ খুলতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। মহাকুম্ভের সাফল্য নিয়ে লোকসভায় বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেশের মানুষকে নতমস্তকে প্রণাম মোদীর(PM Modi)
মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে লোকসভায় বলতে ওঠেন নরেন্দ্র মোদী(PM Modi)। বক্তব্যের শুরুতেই মহাকুম্ভের সাফল্যের জন্য দেশের মানুষকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, “প্রয়াগরাজের মহাকুম্ভের সাফল্যের নেপথ্যে যাঁদের অবদান, দেশের সেই সব কোটি কোটি মানুষকে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি।”
মহাকুম্ভের সামগ্রিক ব্যবস্থাপনার প্রশংসা(PM Modi)
মহাকুম্ভ যে সাধারণ মানুষের জন্যই ছিল, সংসদ থেকে তা এদিন মনে করালেন প্রধানমন্ত্রী মোদী(PM Modi)।মহাকুম্ভের সামগ্রিক ব্যবস্থাপনার প্রশংসা করে মোদী বলেন, “বৈষম্যের মধ্যে ঐক্যর আদর্শ উদাহরণ হয়ে উঠেছিল এই জনসমাগম। এটাই ভারতের আসল শক্তি। গোটা বিশ্ব দেখেছে ভারত কী করতে পারে। যারা মহাকুম্ভ নিয়ে অনেক প্রশ্ন তুলছিল, আমাদের ক্ষমতা নিয়ে প্রশ্ন করছিল, তারাও জবাব পেয়ে গেছে।” প্রধানমন্ত্রীর কথায়, ভারতের তরুণ প্রজন্মও মহাকুম্ভের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে পেরেছে। দেশের সংস্কৃতি যে তাঁদের মনে গভীর প্রভাব ফেলেছে, তা এটা থেকেই স্পষ্ট।
আরও পড়ুন: Nagpur Incident: নাগপুরে বেনজির হিংসা, কুড়ুল নিয়ে আক্রমণ পুলিশকে, আটক ৫৫
স্বাধীনতা আন্দোলনের সঙ্গে মহাকুম্ভের তুলনা
এদিন, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে মহাকুম্ভের তুলনা টানলেন মোদী। তিনি বললেন, ‘গান্ধীজির ডান্ডি মার্চ, নেতাজির দিল্লি চলো ডাকের মতো একাধিক পর্বের মধ্যে দিয়ে প্রেরণা নিয়ে ভারত স্বাধীনতা আন্দোলনে নেমেছিল। আমি মনে করি, প্রয়াগরাজে হওয়া মহাকুম্ভও এই রকমই একটি পর্বের মতোই। যার মাধ্যমে দেশের মানুষের মধ্য়ে তৈরি হওয়া জাগরণ প্রতিফলিত হয়।’
আরও পড়ুন: Congress Attack Modi: ‘ট্রাম্পের ভাষা বলছেন মোদি!’ প্রধানমন্ত্রীকে বেনজির আক্রমন কংগ্রেসের
প্রধানমন্ত্রীর মুখে উঠে এল বিবেকানন্দ, নেতাজির কথা
সংসদে এদিন ভাষণের সময় প্রধানমন্ত্রীর মুখে উঠে এলো স্বামী বিবেকানন্দের শিকাগোয় দেওয়া ভাষণের কথা। তাঁর কথায়, ‘শিকাগো থেকে স্বামী বিবেকানন্দ ভারতীয়দের আত্মসম্মানকে জাগিয়ে তুলেছিল।’ তবে শুধু বিবেকানন্দ নয় মোদীর মুখে শোনা গেল ভগৎ সিং ও নেতাজি সুভাষচন্দ্র বোসের কথাও। ভুললেন না স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির ভূমিকাও।