ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১২ বছর পর নাগপুরে সঙ্ঘের সদর দফতরে প্রধানমন্ত্রী মোদী(PM Modi )। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম বার নাগপুরে আরএসএসের সদর দফতর রেশম বাগে হেডগেওয়ার স্মৃতিমন্দিরে গেলেন নরেন্দ্র মোদী। ঘুরে দেখলেন স্মৃতিমন্দির। তারপর গেলেন নাগপুরের দীক্ষাভূমি মন্দিরে। সেখানে তিনি গিয়ে সংবিধানের প্রণেতা বাবা সাহেব অম্বেদকরের মূর্তিতেও শ্রদ্ধাজ্ঞাপন করেন।
হেডগেওয়ার স্মৃতিমন্দিরে প্রধানমন্ত্রী মোদী(PM Modi)
আরএসএসের প্রথম সরসঙ্ঘচালক কেশব বলিরাম হেডগেওয়ারের স্মৃতিতে তাঁর উত্তরসূরি এমএস গোলওয়ালকর হেডগেওয়ার স্মৃতিমন্দির তৈরি করেছিলেন। পরে গোলওয়ালকরের স্মৃতি স্মারকও সেখানেই তৈরি হয়। গোলওয়ালকরের স্মৃতিতেই তৈরি হয়েছে মাধব নেত্রালয়। রবিবার নাগপুরে পৌঁছেই প্রধানমন্ত্রী সোজা চলে যান স্মৃতিমন্দিরে। কেশব বলিরাম হেডগেওয়ার এবং তাঁর উত্তসূরি গোলওয়ালকরের স্মৃতিতে শ্রদ্ধা জানান মোদী(PM Modi)। রেশম বাগ সফরে আগাগোড়াই তাঁর সঙ্গে ছিলেন সঙ্ঘের প্রধান মোহন ভাগবত, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসেরা।
শ্রদ্ধাজ্ঞাপনের পর ভিজিটর বুকে স্বাক্ষর প্রধানমন্ত্রীর(PM Modi)
শ্রদ্ধাজ্ঞাপনের পর প্রধানমন্ত্রী স্বাক্ষর করেন ভিজিটর বুকে।সেখানে প্রধানমন্ত্রী মোদী(PM Modi) লেখেন, ‘ভারতীয় সংস্কৃতি, জাতীয়তাবাদ এবং সংগঠনের মূল্যবোধের প্রতি নিবেদিত এই পবিত্র স্থান আমাদের দেশের সেবায় অনুপ্রেরণা জোগায়। এই স্থানের সঙ্গে যুক্ত সকল মহান ব্যক্তিদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম জাতির সেবায় লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবকদের শক্তির উৎস হিসেবে কাজ করে। আমাদের প্রচেষ্টার মাধ্যমে ভারত মাতার গৌরব উজ্জ্বল হবে।’
আরও পড়ুন: Extra Marital Affair: স্ত্রীর তিন-চারজন প্রেমিক, আতঙ্কে রাস্তায় বিক্ষোভ স্বামীর!
সঙ্ঘ পরিবারের শতবর্ষের যাত্রাকে ‘গৌরবময়’ আখ্যান মোদীর
প্রসঙ্গত, এদিন মোদীর ভাষণপর্বে উঠে আসে সঙ্ঘের ‘গৌরবগাঁথা’। সঙ্ঘ পরিবারের শতবর্ষের যাত্রাকে ‘গৌরবময়’ বলে আখ্যান দেন তিনি। বলেন, ‘আমাদের দেশের রাষ্ট্রীয় চেতনা ও সংস্কৃতিকে একটা নিরন্তর প্রক্রিয়ার মাধ্য়মে আলোর মতো উজ্জ্বল করে চলেছে সঙ্ঘ।’ তাঁর আরও দাবি, ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ এমন একটা সংগঠন, যা সমাজের অন্তর্দৃষ্টি ও বাহ্যিক দৃষ্টির জন্য কাজ করছে।’ মোদীর কথায়, সঙ্ঘের অন্তর্দৃষ্টি হল মানব দৃষ্টি। যা মাধব নেত্রালয়ের মাধ্যমে বিনামূল্য চিকিৎসার সুযোগ করে দিয়েছে তারা। আর বাহ্যিক দৃষ্টি হল, এই সমাজ। যার সেবায় নিয়োজিত লক্ষ লক্ষ স্বয়ংসেবক।
আরও পড়ুন: Father Killed Daughters: মেয়ে হওয়ার দোষ, যমজ সন্তানকে আছাড় মেরে খুন বাবার!
রবিবারই চূড়ান্ত হবে সর্বভারতীয় সভাপতির নাম?
সূত্রের খবর, রবিবারই চূড়ান্ত হতে চলেছে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতির নাম। তার আগে নাগপুরে মোদী-মোহন ভাগবতের জরুরি বৈঠকে বসতে চলেছেন। সেই বৈঠকেই বিজেপির পরবর্তী সভাপতি পদের জন্য নতুন নাম চূড়ান্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নতুন সভাপতির নাম ঠিক হলেও তা ঘোষণা করা হবে কিছুদিন পরেই। ১০ এপ্রিল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতিদের বৈঠকে ডেকেছেন। বিজেপি সূত্রের খবর, তাঁর কার্যকালের মেয়াদ শেষের আগে সকলের সঙ্গে বিদায় বার্তা সেরে নিতেই এই বৈঠক ডেকেছেন নাড্ডা। সেই বৈঠকের পরে ১৫ এপ্রিলের মধ্যেই নতুন সভাপতির নাম ঘোষণা করবে বিজেপি।