ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘অপারেশন সিঁদুর নিয়ে কোনও বেফাঁস মন্তব্য করা যাবে না(NDA)।’ এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সতর্ক করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের পর বিজেপি শাসিত রাজ্যগুলিতে শীর্ষ নেতৃত্বের মুখ থেকে শোনা গিয়েছিল একের পর এক বিতর্কিত মন্তব্য। যার জেরে অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে। বিজেপি সূত্রে খবর, মোদী তো বটেই, এই সমস্ত ঘটনায় বিরক্ত দলের শীর্ষ নেতৃত্বও।এই আবহেই এবার দলীয় বৈঠকে সতর্কবার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএ শিবিরের বৈঠক (NDA)
সুশাসনের লক্ষ্য নির্ধারণে রবিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বসেছিল এনডিএ শিবিরের বৈঠক(NDA)। সেখানে বিজেপি ও এনডিএ শিবিরের মুখ্যমন্ত্রীদের পাশাপাশি ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। সূত্রের খবর, সেখানে সাম্প্রতি একের পর এক নেতার বিতর্কিত মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নির্দেশ দেন তাঁরা যেন বেফাঁস মন্তব্য করা বন্ধ করেন।কোনওরকম অবান্তর মন্তব্য এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি একে অপরের সঙ্গে যোগাযোগ আরও দৃঢ় করার বার্তা দেওয়া হয় প্রধানমন্ত্রীর তরফে।

প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর প্রশংসা (NDA)
সূত্রের খবর, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের তরফে বৈঠকে একটি প্রস্তাব পেশ হয়(NDA)। যেখানে অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য প্রধানমন্ত্রী মোদী এবং দেশের সেনাবাহিনীর প্রশংসা করা হয়। বলা হয়, ‘অপারেশন সিঁদুর’ ভারতীয়দের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সর্বসম্মতিতে পাশ হয় এই প্রস্তাব। পাশাপাশি ‘অপারেশন সিঁদুর’-এর পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়েও মুখ খোলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, যুদ্ধবিরতিতে তৃতীয় পক্ষের কোনও যোগ নেই। পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষবিরতি করা হয়।

আরও পড়ুন- Delhi Airport: ঝড়-বৃষ্টিতে ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের ছাদ! ব্যবস্থাপনায় প্রশ্ন
বিজেপি সাংসদের বিতর্কিত মন্তব্য (NDA)
শনিবার বিজেপির রাজ্যসভার সাংসদ রামচন্দ্র জাংরা পহেলগাঁও জঙ্গি হামলার সময় উপস্থিত মহিলা পর্যটকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিতর্কে জড়ান(NDA)। তিনি বলেন, ‘পহেলগাঁওয়ে মহিলা পর্যটকদের লড়াই করা উচিত ছিল। আমার বিশ্বাস তাঁরা যদি জঙ্গিদের সঙ্গে লড়াই করতেন, তবে হতাহতের সংখ্যা কম হত।’এই আবহেই এবার এনডিএ নেতৃত্বকে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- Russian drone attack: বন্দি বিনিময়ের মধ্যে ইউক্রেন ড্রোন হামলা রাশিয়ার, নিহত ১২
বিপাকে মধ্যপ্রদেশের মন্ত্রী (NDA)
সো,সম্প্রতি ভারতীয় সেনা অফিসার কর্নেল সোফিয়া কুরেশির উদ্দেশে কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ(NDA)। সোফিয়াকে ‘সন্ত্রাসবাদীদের বোন’ বলে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। বিতর্কের মুখে পড়ে প্রকাশ্যে ক্ষমাও চান তিনি। কিন্তু তাতে রেহাই মেলেনি। সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়েন মধ্যপ্রদেশের ওই মন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ইতিমধ্যেই কর্নেল সোফিয়া প্রসঙ্গে কুমন্তব্যের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে মধ্যপ্রদেশ পুলিশ।
