ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চীনের স্মার্টফোন নির্মাতা কোম্পানি পোকো খুব শিগগিরই (Poco Phones) তাদের নতুন বাজেট ফোন পোকো সি৭১ ভারতে লঞ্চ করতে চলেছে। ৪ এপ্রিল দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এই ফোনটি বাজারে আনবে কোম্পানিটি। গত বছর পোকো সি৬১-এর সাফল্যের পর এবার তার উত্তরসূরি হিসেবে আসছে সি৭১ মডেল।
ডিজাইন ও রঙের বৈচিত্র্য (Poco Phones)
পোকো সি৭১ আসছে আকর্ষণীয় ডুয়াল টোন (Poco Phones) ফিনিশে। ফোনের ব্যাক প্যানেলে থাকবে বিশেষ স্প্লিট গ্রিড ডিজাইন। তিনটি রঙে পাওয়া যাবে এই ফোন – কুল ব্লু, ডেজার্ট গোল্ড এবং পাওয়ার ব্ল্যাক। ব্যাক প্যানেলে ওষুধের ক্যাপসুলের মতো ডিজাইনে সাজানো থাকবে ক্যামেরা মডিউল, যার চারপাশে থাকবে সোনালি বর্ডার।
ডিসপ্লে ও ব্যাটারি (Poco Phones)
- ৬.৮৮ ইঞ্চির বড় ডিসপ্লে
- ১২০ হার্টজ রিফ্রেশ রেট
- ভেজা হাতেও ব্যবহারযোগ্য (ওয়েট টাচ সাপোর্ট)
- ৫২০০ এমএএইচ বিশাল ব্যাটারি
- ১৫ ওয়াট ফাস্ট চার্জিং

ক্যামেরা ও পারফরম্যান্স
ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপে থাকবে ৩২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সেলফির জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পারফরম্যান্সের দিক থেকে ফোনটি,
- ৬ জিবি র্যাম (ভার্চুয়ালি ১২ জিবি পর্যন্ত এক্সটেন্ড করা যাবে)
- ২ টিবি পর্যন্ত স্টোরেজ সাপোর্ট
- অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম
আরও পড়ুন: Boat Earbuds: ভারতে লঞ্চ বোটের নয়া ইয়ারফোন, দাম কত?
বিশেষ ফিচার
পোকো সি৭১ হবে ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট। অর্থাৎ ধুলো-বালি বা সামান্য সহজে নষ্ট হবে না ফোনটি। ফোনের ডান পাশে পাওয়ার বাটন ও ভলিউম রকার এবং বাম পাশে সিম ট্রে থাকবে।
দাম ও প্রাপ্যতা
ভারতে এই ফোনের দাম শুরু হতে পারে মাত্র ৭,০০০ টাকা থেকে। লঞ্চের পর ফ্লিপকার্টে এক্সক্লুসিভভাবে পাওয়া যাবে পোকো সি৭১। গত বছরের পোকো সি৬১-এর মতোই বাজারে সাড়া ফেলবে বলে আশা করছে কোম্পানি।
বাজারের সম্ভাবনা
বাজেট সেগমেন্টে পোকো ইতিমধ্যেই ভালো অবস্থান গড়েছে। সি৭১ মডেলটি তার পূর্বসূরির চেয়ে উন্নত ফিচার নিয়ে আসায় তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে গেমিং ও ক্যামেরা পারফরম্যান্সের দিক থেকে এই ফোনটি প্রতিযোগী ব্র্যান্ডগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৪ এপ্রিলের লঞ্চ ইভেন্টে ফোনটির সকল স্পেসিফিকেশন ও মূল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বাজেট সীমিত কিন্তু ফিচার সমৃদ্ধ ফোন খুঁজছেন এমন গ্রাহকদের জন্য আকর্ষণীয় অপশন হতে চলেছে পোকো সি৭১।