ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যেখানে নির্ভরতা ও নিরাপত্তার আবহে ছোট ছোট ছাত্রীদের খেলা করার কথা (Poisonous Snake), সেখানে আচমকা হানা দিল এক বিষধর অতিথি। “সাপেরও তো পড়াশোনা করতে ইচ্ছা হয়!” — রসিকতা করে বলা হলেও, চেলিয়ামা ভগবতচন্দ্র উচ্চতর বালিকা বিদ্যালয়ের শুক্রবার সকালের ঘটনাটি যেন বাস্তবে এই কথাটিকেই সত্যি করে তুলল।
কোথায় ? (Poisonous Snake)
পুরুলিয়া জেলার রঘুনাথপুর ২ নং ব্লকের এই বিদ্যালয়ে সকাল সাড়ে দশটা নাগাদ চত্বর পরিষ্কার করার কাজ চলছিল (Poisonous Snake)। ঠিক সেই সময়েই স্কুলে কর্মরত এক সাফাই কর্মীর চোখে পড়ে একটি চকচকে কালো রঙের সাপ — পরে জানা যায়, এটি ছিল একটি গোখরো, অর্থাৎ অত্যন্ত বিষধর জাতের সাপ।কখন ? (Poisonous Snake)
চেলিয়ামা ভগবতচন্দ্র উচ্চতর বালিকা বিদ্যালয়ের শুক্রবার সকাল (poisonous snake)।
ছাত্রীদের মধ্যে তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ে ভয় ও উদ্বেগ। অনেকেই কান্নায় ভেঙে পড়ে। স্কুল চত্বরের একাংশ খালি করে দেওয়া হয়, এবং কর্তৃপক্ষ তৎক্ষণাৎ বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে। স্থানীয় বন কর্মীরা দ্রুত এসে উপস্থিত হন ও বহু চেষ্টার পরে সাপটিকে নিরাপদে ধরে নিয়ে যান।
বিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পুরো স্কুল চত্বর ও আশেপাশের এলাকায় ফাঁকা গর্ত, জঙ্গল বা ঝোপঝাড় পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে। শিশুদের নিরাপত্তা সবার আগে — এই বার্তাই প্রশাসনের তরফ থেকে দেওয়া হয়েছে।
এমন ঘটনার পর অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দেয়। অনেকেই স্কুলে এসে ছাত্রীদের অবস্থা জানতে চান।
শেষ পর্যন্ত
ঘটনাটি শেষ পর্যন্ত কারও কোনো ক্ষতি না করে মিটে গেলেও, এটি অবশ্যই বড়সড় সতর্কবার্তা। প্রাকৃতিক পরিবেশের মাঝে অবস্থিত বিদ্যালয়গুলিতে এমন ঝুঁকি থেকে যায়, এবং তাই নিয়মিত নজরদারি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন https://tribetv.in/deep-fridge-wins-award-at-71st-national-film-awards/
আপাতত স্কুলের ছাত্রীদের মধ্যে আতঙ্ক কাটেনি পুরোপুরি। তবে শিক্ষক-শিক্ষিকারা চেষ্টা করছেন তাদের মানসিকভাবে স্বাভাবিক রাখতে। হয়তো ছোট্ট ছাত্রীগুলো এখনো ভাবছে — “সত্যিই কি সাপটা পড়তে এসেছিল? না কি সে কেবল এক বুদ্ধিমান দর্শনার্থী, ভুল করে ভুল দরজায় ঢুকে পড়েছিল!”