ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ কলকাতার নিউ আলিপুর(New Alipore) সংলগ্ন এলাকায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে একের পর এক লরি। দীর্ঘদিন ধরেই লরিগুলি এ ভাবেই দাঁড় করিয়ে রাখতে অভ্যস্থ লরির মালিকরা। কিন্তু বুধবার দেখা গেল অন্য চিত্র। দাঁড় করানো লরিকে ভেঙে দেওয়া হয়েছে। এবং সেই অভিযোগ উঠল খোদ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে।
যত কাণ্ড রাতের বেলাই!(New Alipore)
ঘটনার সূত্রপাত বুধবার রাতে। নিউ আলিপুর(New Alipore)সংলগ্ন একটি অঞ্চলে একের পর এক লরি দাঁড়িয়ে থাকত প্রতিদিনের মতো। দীর্ঘ ৩০-৪০ বছর ধরে ওই জায়গায় এইভাবে লরি পার্ক করে রাখার রীতি চলে আসছে বলে দাবি স্থানীয় লরি মালিকদের। তাঁদের বক্তব্য, এতদিন ধরে এই রকমভাবে গাড়ি দাঁড় করানো হলেও প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে কোনও আপত্তি জানানো হয়নি। কিন্তু এদিন আচমকাই দেখা যায়, একাধিক লরির কাচ ভাঙা, টায়ার পাংচার করা, এমনকি গাড়ির অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত। তোলা না পেয়ে পণ্যবাহী ট্রাক ভাঙচুরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

কেন ঘটল এমন ঘটনা?(New Alipore)
কিন্তু কেন এমন ঘটনা ঘটল? সেই উত্তর এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি। কেন এমন ঘটনা ঘটল জানেনই না লরির মালিকরা। মালিকদের দাবি, দীর্ঘ চল্লিশ বছর ধরে ওই এলাকায় তাদের একাধিক লরি দাঁড় করানো অবস্থায় রয়েছে। কোনও রকম অসুবিধা থাকলে তাদের আগে জানিয়ে দেওয়া উচিত ছিল। তাহলে সেখান থেকে তারা সরিয়ে দিত লরিগুলি। কিন্তু ভাঙার প্রয়োজন হল কেন? এই প্রশ্ন তুলে এবার নিউ আলিপুর(New Alipore) থানার দ্বারস্থ হয়। যদিও পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না।

আরও পড়ুন: Trade Union Strike: গাঙ্গুলিবাগানে বামেদের ধর্মঘট ঘিরে তুমুল উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি!
নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের
এদিকে এই ঘটনায় নিউ আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত লরি মালিকেরা। স্থানীয় মানুষজনের মধ্যে একাংশও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, যদি ট্রাফিক বা পার্কিং সংক্রান্ত সমস্যা থেকেই থাকে, তাহলে সেটার সমাধান আইন মেনেই করা যেত। এই ধরনের ভাঙচুর সাধারণ নাগরিকের উপর একপ্রকার দমননীতি বলেই মনে করছেন অনেকে।
আরও পড়ুন: Weather Updates: টানা বৃষ্টির সতর্কতা রাজ্যে, দুর্যোগে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ!