ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আচমকাই বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন ওপার বাংলার অভিনেত্রী পরীমনি (Pori Moni)। অনেকটাই সুস্থ আছেন এখন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বুকের ব্যাথায় তিনদিন যাবৎ কষ্ট সহ্য করেছেন তিনি। সে কথাই সমাজের মাধ্যমে শেয়ার করলেন। কী হয়েছে অভিনেত্রীর? আচমকাই কেন অসুস্থ হয়ে পড়লেন তিনি?
আচমকা অসুস্থ বোধ (Pori Moni)
সোমবার বিকেলে হঠাৎই অভিনেত্রী পরীমনি (Pori Moni) অসুস্থ বোধ করেন। সন্ধ্যের পর থেকে তাঁর শারীরিক অবনতি ঘটে। চিকিৎসকের পরামর্শ নিয়ে অভিনেত্রী হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার পরীমনির (Pori Moni) কয়েকটি প্রয়োজনীয় টেস্ট করানো হয়েছে। টেস্টের রিপোর্ট দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, বলে জানা গিয়েছে।
আগুনে ভয় (Pori Moni)
অভিনেত্রী পরীমনির (Pori Moni) অসুস্থতার কারণ প্যানিক অ্যাটাক বলে শোনা গিয়েছে। অভিনেত্রীর আগুনে ভয় রয়েছে। সোমবার বাংলাদেশে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপর বিমান ভেঙে পড়ে। আর তার ফলে প্রচুর শিশুর প্রাণ বিপর্যস্ত হয়ে পড়ে। আর সেইসব দৃশ্য ছবিতে দেখে প্যানিক অ্যাটাক হয় অভিনেত্রীর। আসলে খুব ছোটবেলায় তাঁর মা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তারপর থেকে আগুনে ভয় রয়েছে অভিনেত্রীর। তবে এত বছর পরও যে সেই ভয় এতটা ভয়ংকর ভাবে আছে, তা তিনি ভাবতে পারেননি।
আরও পড়ুন: Uttam Kumar: গ্রাস করেছিল অজানা ভয়, ছিল না স্বাধীনতা! মহানায়কের নিঃসঙ্গ অধ্যায়
ধন্যবাদ জানানো
অভিনেত্রী পরীমনির (Pori Moni) কথায়, প্যানিক অ্যাটাক অত্যন্ত ভয়ংকর। তিনদিন সেই কষ্ট পেয়েছেন তিনি। অভিনেত্রী দুই সন্তানের মা। তাঁর কথায়, বারে বারে একটাই কথা মনে আসছিল, তাঁর সন্তানদের কে দেখবে ? আসলে একজন মা অসুস্থ হলে সন্তানদের জন্য খুবই কষ্টকর। এমন অবস্থায় চিকিৎসকরা তাঁর পাশে থাকায়, তাঁদেরকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রী কথায়, তিনি শুধু ভাবছেন, তাঁর বাচ্চারা না থাকলে কোনও চিকিৎসা ব্যবস্থা আদৌ কাজে আসতো কি! তিনি ছাড়া তাঁর সন্তানরা ভালো থাকবে না।
আরও পড়ুন: Biswanath Basu: ছেলেকে ইলিশ খাওয়ানোর ক্ষমতা নেই বিশ্বনাথের! ভগবানের স্মরণে অভিনেতা
কাজের ব্যস্ততা
বর্তমানে সব সময় চর্চিত ও অন্যতম অভিনেত্রী বলা হয় পরীমনিকে। এখন বড় পর্দায় সেভাবে তাঁকে না দেখা গেলেও তিনি নিজেকে ভীষণ ব্যস্ত রেখেছেন। নিজস্ব ব্যবসা রয়েছে তাঁর। এমনকি একাধিকবার প্রেম গুঞ্জনে জড়িয়েছেন পরীমনি। তবে তিনি সন্তানদের নিয়েই ভীষণ খুশি। অনেকদিন ধরে পরীমনির (Pori Moni) নতুন কোনও কাজ অর্থাৎ ছবির খবর পাওয়া যায়নি। শোনা গিয়েছে ‘গোলাপ’ ছবির শুটিং শুরুর কথা আছে। ছবির স্ক্রিপ্ট রিডিংও করেছেন অভিনেত্রী। অন্যদিকে শোনা গিয়েছে, ছবিটির শুটিং এ মাসে করা সম্ভব নয় বলে দাবি করেছেন ছবির সংশ্লিষ্টর সদস্যরা।