ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিয়োগো জোটা (Diogo Jota) এর আগে প্রিমিয়ার লিগে উলভসের হয়ে খেলেছিলেন। ২০২০ সালে লিভারপুলে চলে আসেন। তিনি ক্লাবের হয়ে ১৮০টিরও বেশি খেলায় অংশগ্রহণ করেন, প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং কারাবাও কাপ জিতেছিলেন। জোটা পর্তুগিজ জাতীয় দলেরও খেলোয়াড় ছিলেন।
২৮ বছর বয়সে মৃত্যু পর্তুগিজ তারকার (Diogo Jota)
লিভারপুলের ফরোয়ার্ড দিয়োগো জোটা (Diogo Jota) স্পেনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তাঁর বয়স ছিল ২৮ বছর। এই দুর্ঘটনায় জোটার ২৬ বছর বয়সী ভাই আন্দ্রে সিলভাও নিহত হয়েছেন। আন্দ্রে ছিলেন লিগা পর্তুগাল ২-এর ক্লাব পেনাফিয়েলের খেলোয়াড়।
স্পেনের জামোরায় দুর্ঘটনা, গাড়িতে আগুন ধরে যায় (Diogo Jota)
ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত ১২.৩০টা (ব্রিটিশ সময় রাত ১১.৩০টা) নাগাদ স্পেনের জামোরা প্রদেশের সেরনাদিয়া পৌরসভার A-52 মহাসড়কে (Diogo Jota)। পুলিশ জানিয়েছে, ওভারটেক করার সময় গাড়ির একটি টায়ার বিস্ফোরণ ঘটে। এর ফলে গাড়িটি রাস্তা থেকে ছিটকে যায় ও তাতে আগুন ধরে যায়। জোটা ও তাঁর ভাই গাড়িতেই ছিলেন।
সদ্য বিবাহিত জোটা রেখে গেলেন স্ত্রী ও তিন সন্তান (Diogo Jota)
দিয়োগো জোটা (Diogo Jota) মাত্র দুই সপ্তাহ আগে তাঁর দীর্ঘদিনের সঙ্গিনীকে বিয়ে করেছিলেন। তাঁদের তিন সন্তান রয়েছে।
ক্লাব কেরিয়ার ও সাফল্য
জোটা ২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দেন। এর আগে ২০১৭ সালে তিনি ধারে উলভস ক্লাবে আসেন এবং ২০১৮ সালে স্থায়ী চুক্তিতে ক্লাবে থাকেন। ২০২২ সালে এফএ কাপ ও কারাবাও কাপ জিতেছিলেন। ২০২৪-২৫ মরসুমে তিনি লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জিততে সাহায্য করেন।
লিভারপুল ও পোর্তো ক্লাবের শোকবার্তা
লিভারপুল ফুটবল ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, “দিয়োগো জোটার মর্মান্তিক মৃত্যুতে আমরা স্তম্ভিত ও শোকাহত। এই মুহূর্তে ক্লাব আর কোনও মন্তব্য করবে না এবং তাঁর ও আন্দ্রের পরিবার, বন্ধু, সতীর্থ ও ক্লাব কর্মীদের গোপনীয়তা রক্ষা করার আবেদন জানানো হচ্ছে। আমরা তাঁদের পাশে থাকব সব সময়।”

জোটা ও তাঁর ভাই আগে যে ক্লাবে খেলেছিলেন, সেই পোর্তো ক্লাব জানিয়েছে, “পোর্তো আজ শোকে স্তব্ধ। আমরা গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছি দিয়োগো জোটা ও তাঁর ভাই আন্দ্রের পরিবার ও বন্ধুদের প্রতি। তারা আমাদের ক্লাবের গর্ব ছিলেন। শান্তিতে বিশ্রাম করুন।”
ফুটবল মহলে শোকের ছায়া
লিভারপুলের প্রাক্তন ডিফেন্ডার ও স্কাই স্পোর্টস বিশ্লেষক জেমি ক্যারাঘার লিখেছেন, “দিয়োগো ও আন্দ্রের এই দুঃসংবাদ মর্মান্তিক। তাঁর স্ত্রী রুত ও তিন সন্তানের কথা ভেবে খুব খারাপ লাগছে।”
স্কাই স্পোর্টসের আরেক বিশ্লেষক গ্যারি নেভিল লিখেছেন, “জোটার খবর হৃদয়বিদারক। তাঁর পরিবারকে ভালবাসা ও সহানুভূতি জানাই।”
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের শোক ও রাষ্ট্রীয় স্তরের প্রতিক্রিয়া
পর্তুগিজ ফুটবল ফেডারেশন বলেছে, “এই সকালে স্পেনে দিয়োগো জোটা ও আন্দ্রে সিলভার মৃত্যুর খবরে পর্তুগিজ ফুটবল সম্পূর্ণভাবে শোকাহত। প্রায় ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জোটা শুধু একজন অসাধারণ খেলোয়াড় নয়, ছিলেন একজন প্রিয় ও সম্মানিত ব্যক্তি। তিনি ছিলেন দলের ভিতর একটি আনন্দের উৎস।” তারা আরও জানিয়েছে, “পর্তুগাল বনাম স্পেন মহিলা ইউরো ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।”
ফুটবল কেরিয়ার শুরু ও দেশের হয়ে সাফল্য
জোটা তাঁর কেরিয়ার শুরু করেন পাসোস দে ফেরেইরা ক্লাবে। পরে ২০১৬ সালে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিলেও মাঠে নামার সুযোগ পাননি। ধারে খেলেন পোর্তো ও উলভসের হয়ে। এরপর ২০১৮ সালে স্থায়ী চুক্তিতে উলভসে যান। ২০২০ সালের সেপ্টেম্বরে তাঁকে দলে নেয় লিভারপুল। তিনি ২০১৯ সালে জাতীয় দলের হয়ে অভিষেক করেন এবং ইউরো ২০২২ ও ইউরো ২০২৪-এ অংশ নেন। চোটের কারণে ২০২২ বিশ্বকাপে খেলতে পারেননি। পর্তুগালের হয়ে দুইবার নেশনস লিগ জিতেছেন। সর্বশেষটি ছিল এই বছরের মে মাসে।