ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রামনবমী ও বাসন্তী পুজো উপলক্ষে কাকদ্বীপে অনুষ্ঠিত হল ‘শ্রীশ্রী প্রণব মহামিলন মেলা’। দদক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে এই মেলার (Mela 2025) আয়োজন করা হয়। ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্রের পরিচালনায় মেলার আয়োজন অত্যন্ত সাড়ম্বরে পালিত হয়, যেখানে স্থানীয় ও আশপাশের মানুষদের একত্রিত হওয়ার সুযোগ থাকে।
মহাসাড়ম্বরে রামনবমী-বাসন্তী পূজা (Mela 2025)
‘শ্রীশ্রী প্রণব মহামিলন মেলা’ এবছর মেলা সপ্তম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে মহাসাড়ম্বরে পালিত হয় রামনবমী ও বাসন্তী মাতার পূজা। সমুহ বিধি উপাচার মেনে মহাষষ্ঠীর দিন আমন্ত্রণ ও অধিবাস দিয়ে বাসন্তী পুজো শুরু হয় (Mela 2025) ।
আরও পড়ুন: Kolkata Metro: কলকাতা মেট্রো সুড়ঙ্গে মহড়া! আকস্মিক বিপর্যয়ে কীভাবে উদ্ধার হবে যাত্রী

স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩০তম শুভ আবির্ভাব বর্ষকে পাথেয় করে মহাসপ্তমীতে মন্মথপুর প্রনবানন্দ বিদ্যামন্দিরের ছাত্র-ছাত্রীরা পিতা মাতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে (Mela 2025)। মহাষ্টমীতে স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের ১৩০জন মায়েরা মা অন্নপূর্ণার পূজা করেন। মহানবমীতে ১৩০জন কুমারী মায়েরা ভগবান শ্রী রামের পূজা করেন।
আরও পড়ুন: Weather: ভ্যাপসা গরমে আশার বাণী হাওয়া অফিসের, রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
ছয়দিনের এই মহামিলন মেলায় প্রতিদিন সাধারণদের জন্য বিনোদনমূলক অনুষ্ঠান এবং ধর্মীয় আলোচনা, হয়। সারা এলাকার মানুষকে একসাথে নিয়ে বিভিন্ন দিনে সান্ধ্যকালীন বিনোদন মূলক যাত্রা, বাউল, ছৌনৃত্য ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন স্টলের মধ্য দিয়ে মানবিক বিধির প্রচার করা হয় (Mela 2025)। এই অনুষ্ঠান নিয়ে এলাকায় ব্যাপক সাড়া পড়ে। স্থানীয় প্রশাসন থেকে বহু বিশিষ্ঠ মানুষের সমাগমে এই মহামিলন মেলা সারা জেলাজুড়ে মানুষের মন ছুঁয়ে যায়।