ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর অবশেষে না-ফেরার (Prince Alwaleed bin Khaled Death) দেশে পাড়ি দিলেন সৌদি রাজপরিবারের সদস্য, যুবরাজ আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ। মাত্র ৩৮ বছর বয়সেই থেমে গেল তাঁর জীবন। শনিবার, গভীর ঘুমের মধ্যেই মৃত্যু হয় এই ‘ঘুমন্ত রাজপুত্র’-এর। তাঁর মৃত্যুর খবর সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন পিতা, খালিদ বিন তালাল আল সৌদ।
ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার (Prince Alwaleed bin Khaled Death)
২০০৫ সালে, যখন তাঁর বয়স ছিল মাত্র ১৮, তখন রিয়াধে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন (Prince Alwaleed bin Khaled Death) আল ওয়ালিদ। সেই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন তিনি এবং চিকিৎসকেরা জানান, তাঁর মস্তিষ্কে গুরুতর আঘাত লেগেছে। এর ফলেই কোমায় চলে যান যুবরাজ। সেই থেকে দীর্ঘ দুই দশক তিনি ছিলেন নিস্তব্ধ, কোনো সাড়া নেই, শুধুই লাইফ সাপোর্টে ভরসা।
লাইফ সাপোর্টে রেখে চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় (Prince Alwaleed bin Khaled Death)
চিকিৎসকেরা বহু আগেই জানিয়ে দিয়েছিলেন এই অবস্থায় আর জেগে ওঠার সম্ভাবনা নেই। তবে পিতার বিশ্বাস এত সহজে হারিয়ে যায়নি। তিনি ছেলেকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করেন, একফোঁটা আশার জন্য লড়াই চালিয়ে যান। বছর দুই আগে পর্যন্তও কিছু চিকিৎসা পদ্ধতি চেষ্টা করা হয়, কিন্তু তাতেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবুও আশা ছাড়েননি বাবা খালিদ।
আশা পূরণ হয়নি
গত জুন মাসে, ইদ-উল-আজহার সময় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কোমায় থাকা ছেলেকে দেখতে যান তিনি। পুত্রের আরোগ্যের জন্য প্রার্থনাও করেন। কিন্তু সেই আশা পূরণ হয়নি। শনিবার গভীর রাতে হৃদয়বিদারক সেই সংবাদ পৌঁছায় আল ওয়ালিদ আর বেঁচে নেই।
আরও পড়ুন: China Mega Dam: জলের তোড়ে ভাসবে ভারত-বাংলাদেশ? চিনে শুরু হল মেগা ড্যামের কাজ!
রবিবার সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। আল-ফকিরিয়া জেলায় রাজপ্রাসাদেই রাখা হবে মরদেহ, যাতে পরিচিতরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন। পুরুষ ও মহিলা, আলাদা সময়ে তাঁকে দেখতে যেতে পারবেন ২৩ জুলাইয়ের পর থেকে। আল ওয়ালিদের মৃত্যু শুধুমাত্র একটি রাজপরিবারের ক্ষতি নয়, বরং এক অধ্যায়ের শেষ, যেখানে এক পিতা তাঁর সন্তানের প্রতি অবিচল ভালোবাসা ও আশার প্রতীক হয়ে থাকলেন।