ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শুধুমাত্র অভিনেত্রী কিংবা সুপারহিট নায়িকা নন, তিনি একজন দায়িত্বশীল মা। বলা হচ্ছে, প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) কথা। মেয়েকে ক্যামেরার ঝলসানি থেকে কীভাবে বাঁচালেন তিনি? সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মেয়ে মালতিকে আগলে রেখেছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি তিনি ভারতে এসেছেন। ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ে বলে কথা। ইতিমধ্যেই সেই বিয়ের অনুষ্ঠানের একের পর এক ছবি শেয়ার করেছেন। প্রিয়াঙ্কা মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকে নিয়ে অংশ নিয়েছিলেন প্রি ওয়েডিং সেলিব্রেশনেও। আর সেখানেই মেয়ে মালতির ছবি তোলার চেষ্টা করলেন ফটোশিকারিরা। তখন প্রিয়াঙ্কা কী করলেন জানেন? ক্যামেরার ফ্ল্যাশের আলো যাতে মেয়ের চোখে না পড়ে, তার জন্য আগলে রাখলেন মেয়েকে।
হাত দিয়ে আড়াল করলেন মেয়ের চোখ (Priyanka Chopra)
সোশ্যাল মিডিয়ায় এখন একটা ভিডিও ভীষণ (Priyanka Chopra) ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন গাড়িতে। ঠিক তাঁর পাশেই রয়েছে তাঁর ছোট্ট মেয়ে মালতি। প্রিয়াঙ্কাকে দেখা মাত্রই ফটোগ্রাফারদের ক্যামেরার ঝলকানি শুরু হয়ে যায়। তারা একের পর এক ছবি তুলতে থাকেন। তখনই এক সঙ্গে জ্বলে ওঠে অনেকগুলো ক্যামেরার ফ্ল্যাশ।
আরও পড়ুন: Srijit Roy: বয়কটের কোপে পরিচালক শ্রীজিৎ! টলিপাড়ায় আবার বন্ধ শুটিং
কিন্তু ওই ফ্ল্যাশের আলো খুদে মালতির (Priyanka Chopra) চোখের জন্য যে একেবারেই ভালো নয়, তা প্রিয়াঙ্কা খুব ভালোভাবেই জানেন। তাই তিনি তৎক্ষণাৎ নিজের হাত দিয়ে মেয়ের চোখ আড়াল করেন। আর সন্তানকে এত সুন্দর করে আগলে রাখতে দেখে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। আবার কেউবা ফটোশিকারিদের এমন অত্যাধিক উৎসাহের জন্য সমালোচনা করেছেন। তাছাড়া মালতির বয়স এখন খুব বেশি নয়, মাত্র তিন বছর।
এসএস রাজামৌলির ছবিতে প্রিয়াঙ্কা (Priyanka Chopra)
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই দেশে এসেছেন প্রিয়াঙ্কা। তারপর তিনি ছিলেন হায়দরাবাদে। তখনই গুঞ্জন ওঠে, তেলেগু সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে তাঁকে দেখা যাবে, এসএস রাজামৌলির পরবর্তী ছবিতে। এমনকি মন্দিরে পুজোও দিতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। সেই ভিডিও নিজেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন অভিনেত্রী। যদিও ছবির নির্মাতাদের পক্ষ থেকে এই বিষয়ে কোনও ঘোষণা হয়নি।
ভাইয়ের বিয়েতে সেলিব্রেশন মুডে প্রিয়াঙ্কা
মুম্বাইতে বসেছে প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের আসর। সেই সেলিব্রেশনেও অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা। সেই সংক্রান্ত কিছু ভিডিও এবং ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায়, ভাইয়ের সঙ্গীত অনুষ্ঠানের নাচের মহড়া উপভোগ করছেন প্রিয়াঙ্কা।