ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এপ্রিল মাসের ১৫ তারিখ মঙ্গলবার। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দিনটা ১৫ তারিখ হলেও, বাঙালির কাছে বড় আবেগ (Priyanka Sarkar)। নতুন একটা বছরকে আপন করে নেওয়ার পালা। কারণ এই দিন নববর্ষ। পয়লা বৈশাখকে (Pohela Boishakh) কেন্দ্র করে বাঙালির কম নস্টালজিয়া নেই। এবার সেই নস্টালজিয়ায় ভাসলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। ট্রাইব টিভির সঙ্গে শেয়ার করলেন ছোটবেলার বহু কথা। অভিনেত্রীর কাছে পয়লা বৈশাখ মানে কেমন ছিল দিনটি?
স্মৃতিচারণায় মুগ্ধতা (Priyanka Sarkar)
পয়লা বৈশাখ মানেই ছোটবেলার আবেগ অনেক বেশি (Priyanka Sarkar)। একদিকে হ্যাপি নিউ ইয়ার, অপরদিকে নববর্ষ। এই দুইয়ের মাঝে মানুষ কোথাও গিয়ে যেন দ্বিধা বিভক্ত। তবে দু’রকম ভাবেই বাঙালি দুই দিন উদযাপন করে। যদি বাংলা নববর্ষের কথা বলা হয়, অর্থাৎ পয়লা বৈশাখ এই দিন হয়ত পার্টি কিংবা হৈ হুল্লোড়ের আতিশয্য নেই। কিন্তু রয়েছে প্রচুর মজা আর আনন্দ। এখনও সেই স্মৃতিচারণায় ভাসলে অনেকেই মুগ্ধ হয়ে যান।
পয়লা বৈশাখ মানেই ভীষণ স্পেশাল (Priyanka Sarkar)
অভিনেত্রী প্রিয়াঙ্কা (Priyanka Sarkar) ট্রাইব টিভিকে জানান, ছোটবেলায় পয়লা বৈশাখ মানেই ছিল নতুন সুতির জামা। তার সাথে মিষ্টির প্যাকেট। কতগুলো মিষ্টির প্যাকেট পেতেন সেটা ভীষণ গুরুত্ব সহকারে খেয়াল রাখতেন। পাশাপাশি কতগুলো ক্যালেন্ডার পেতেন, সেগুলো গুনতেন। পয়লা বৈশাখের দিন ছিল প্রিয়াঙ্কার কাছে ভীষণ স্পেশাল। কারণ এই একটা দিন তিনি ভালো আইসক্রিম খেতে পারতেন। বছরের অন্যদিন এক টাকা কিংবা দুই টাকার কাঠি আইসক্রিম বা পেপসি প্রচুর খেয়েছেন। কিন্তু পয়লা বৈশাখে যে আইসক্রিম খেতে চাইতেন, সেই আইসক্রিম বাবা কিনে দিতেন।
আরও পড়ুন: Ranveer Allahbadia: অশ্লীল মন্তব্যে বিতর্ক, গ্রেফতার হবেন রণবীর এলাহাবাদিয়া!
আইসক্রিম খাওয়ার চল
এখনও পর্যন্ত পয়লা বৈশাখে প্রিয়াঙ্কার বাড়িতে আইসক্রিম খাওয়ার রেওয়াজ আছে । অভিনেত্রী বলেন, ” এই ইমোশনটা আমার কাছে আলাদা।” বর্তমানে পয়লা বৈশাখে অভিনেত্রী ঘরোয়া ভাবে সময় কাটান। তবে আনন্দে বিন্দুমাত্র খামতি থাকে না। পয়লা বৈশাখ মানে প্রিয়াঙ্কার কাছে পুরো দিন ছুটির আমেজ।

‘ভামিনী’ নিয়ে ভীষণ ব্যস্ত
এখন অভিনেত্রী তাঁর ‘ভামিনী’ ছবি নিয়ে ভীষণ ব্যস্ত। সামনেই ছবির মুক্তি। যে ছবিতে প্রিয়াঙ্কা সহ গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় মারাঠি অভিনেতা উমাকান্ত এবং তথাগত মুখোপাধ্যায়কে। তিনজন জোট বেঁধে দমন করবেন বালুরঘাটের এক অপরাধচক্র। বালুরঘাট জুড়ে এই ছবির শুটিং হয়েছে।
আরও পড়ুন: Bonny Sengupta Odia Film: ওড়িয়া ছবিতে বনির ভাগ্য পরীক্ষা! টলিউড ছেড়ে কোন পথে চললেন?
গামীরা নৃত্যশিল্পী হিসেবে প্রিয়াঙ্কা
গামীরা নাচের দলকে সামনে রেখে অসামাজিক কাজের বিরুদ্ধে লড়াইয়ের গল্প বলবে এই ছবি। এই ছবির জন্য বাংলা শিখেছেন উমাকান্ত। ছবিতে ফুটে উঠবে, প্রত্যন্ত গ্রামের মানুষের জীবনধারা থেকে শুরু করে দিনাজপুরের বিলুপ্তপ্রায় সংস্কৃতি গামীরা নৃত্য শিল্পের কথা। প্রিয়াঙ্কাকে পর্দায় দেখা যাবে গামীরা নৃত্যশিল্পী হিসেবে।