ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অপারেশন সিঁদুর ((Operation Sindoor) নিয়ে মহিলা সেনা অফিসারদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার অভিযোগে সোনিপতের অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে তলব করেছে হরিয়ানার মহিলা কমিশন (Operation Sindoor)। আলি খান মাহমুদাবাদ অশোকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান। গত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ স্ট্রাইকে একযোগে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এরপরেই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে ভারতের ‘অপারেশন সিঁদুরের’ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বসেন ওই অধ্যাপক।
‘অপারেশন সিঁদুর’র পর দিল্লিতে সাংবাদিক সম্মেলন (Operation Sindoor)
‘অপারেশন সিঁদুর’ স্ট্রাইকের পর দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেন বিদেশসচিব বিক্রম মিশ্রি। আর তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি এবং বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং।ভারতের ইতিহাসে প্রথমবার এত বড় অভিযান নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন দুই মহিলা আধিকারিক৷ সংযত অথচ দৃঢ়তার সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগঠিত অভিযানের বিস্তারিত ব্যাখ্য দেন তাঁরা ৷ সাংবাদিক সম্মেলনে সোফিয়া ও ব্যোমিকার উপস্থিতি ছিল দেশের সশস্ত্র বাহিনীতে নারীদের ক্রমবর্ধমান শক্তির প্রতিফলন ৷
অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ (Operation Sindoor)
দিল্লিতে সাংবাদিক সম্মেলনর পরেই ফেসবুকে মহিলা সেনা আধিকারিকদের নিয়ে আপত্তিকর পোস্ট করেন ওই অধ্যাপক। পোস্টে মাহমুদাবাদ লিখেছিলেন, ‘আমি খুব খুশি যে এত ডানপন্থীরা কর্নেল সোফিয়া কুরেশির প্রশংসা করছেন। তবে তারা সমানভাবে দাবি করতে পারেন যে গণপিটুনি, নির্বিচারে বুলডোজার চালানো এবং বিজেপির ঘৃণা ছড়ানোর শিকার অন্যান্যদের ভারতীয় নাগরিকদেরও সুরক্ষা দেওয়া হোক।’এরপরেই হরিয়ানার মহিলা কমিশন ওই অধ্যাপককে সমন পাঠিয়েছে।
মহিলা কমিশনের চেয়ারপার্সনের বক্তব্য (Operation Sindoor)
কমিশনের চেয়ারপার্সন রেণু ভাটিয়া বলেন, প্যানেল হরিয়ানা রাজ্য মহিলা কমিশন আইন, ২০১২-এর ধারা ১০(১)(চ) এবং ১০(১)(ক) এর অধীনে আলি খান মাহমুদাবাদের মন্তব্যের স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করার ক্ষমতা প্রয়োগ করেছে। পাশাপাশি অধ্যাপককে পাঠানো নোটিশে ছয়টি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করা হয়েছে। যার মধ্যে রয়েছে, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং-সহ মহিলাদের অফিসারদের অবমাননা; গণহত্যার মতো শব্দের মাধ্যমে তথ্যের ভুল উপস্থাপনা; আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অবমাননা; সাম্প্রদায়িক অস্থিরতার প্ররোচনা দেওয়া; সংবিধান এবং ভারতীয় ন্যায় সংহিতার অধীনে মহিলাদের মর্যাদা লঙ্ঘন; এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুষদের জন্য নীতিগত আচরণ বিধি লঙ্ঘন।
কর্নেল সোফিয়া কুরেশি (Operation Sindoor)
ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সোফিয়া কুরেশি ৷ বাহিনীর সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স সহায়ক শাখা ‘সিগন্যাল কর্পস’-এর লেফটেন্যান্ট কর্নেল পদে কর্মরত ৷ ২০১৬ সালে ইতিহাস সৃ্ষ্টি করেন সেনার এই শীর্ষ আধিকারিক ৷ সে বছর ভারতের সামরিক মহড়া ‘ফোর্স ১৮’-এর নেতৃত্ব দেন তিনি ৷ পুণেতে আয়োজিত ৬ দিনের বিশাল আন্তর্জাতিক মহড়ায় প্রথম মহিলা অফিসার হিসেবে নেতৃত্ব দিয়ে শিরোনামে উঠে আসেন তিনি ৷
আরও পড়ুন: IMF Loan For Pakistan : আইএমএফ-এর ঋণের দ্বিতীয় কিস্তি পেল পাকিস্থান! আড়াল করলো ঋণের পরিমাণ
উইং কমান্ডার ব্যোমিকা সিং (Operation Sindoor)
দেশের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ করেছেন উইং কমান্ডার ব্যোমিকা সিং ৷ বায়ুসেনার হয়ে একাধিক ঝুঁকিপূর্ণ অভিযানে অংশগ্রহণ করে প্রশংসা কুড়িয়েছেন ৷ উত্তর-পূর্ব ভারতে বন্যা পরিস্থিতিতে ত্রাণকাজে তাঁর অংশগ্রহণ নজর কাড়ে সকলের ৷ অসামান্য কৃতিত্বের জন্য তাঁর প্রশংসা করেন সিগন্যাল অফিসার-ইন-চিফও ৷২০০৪ সালে ভারতীয় বায়ুসেনায় অংশগ্রহণ করেন ব্যোমিকা সিং ৷ চিতা ও চেতক হেলিকপ্টার ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ ২০১৭ সালে তাঁর অসামান্য যোগ্যতা ও অবদানের জন্য উইং কমান্ডোর পদে দায়িত্ব দেওয়া হয় তাঁকে ৷