ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জল্পনায় সিলমোহর। ২০২৫ এর বড়দিনেই উড়বে ‘প্রজাপতি ২’ (Projapoti 2)। আবারও এক ফ্রেমে দেখতে পাবেন সেই বাবা ছেলের জুটি। অর্থাৎ একসাথে বড় পর্দায় আবারও ফিরছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং দেব (Dev) । তবে গুঞ্জন শোনা গিয়েছিল, ‘প্রজাপতি ২’ তে দেখা যাবে তাসনিয়া ফারিনকে (Tasnia Farin) । জুটি বাঁধবেন দেবের সঙ্গে। যদিও এখনও পর্যন্ত নায়িকা কে হবেন, তা ঠিক হয়নি। তবে এটা ঠিক যে, ‘প্রজাপতি ২’ আসছে। আবারও নতুন করে চেনা ছকে দেখতে চলেছেন সেই আবেগঘন বাবা ছেলের দৃশ্য।
২০২৪ এর না বলা গল্প থাকবে ২০২৫ এ (Projapoti 2)
কিছুদিন আগেই, দেব বড় ঘোষণা করেছিলেন। বলেছিলেন, রঘু ডাকাতের পর চলতি বছর দেবের দ্বিতীয় ছবি হতে চলেছে ‘প্রজাপতি ২’ (Projapoti 2)। অভিনয়ে তিনি থাকবেন, পরিচালনায় থাকবেন অভিজিৎ সেন এবং প্রযোজনায় অতনু রায় চৌধুরী। আর বেশিদিনের অপেক্ষা নয়। ‘প্রজাপতি ২’ আসবে ২০২৫ এর ক্রিসমাসে। ২০২৪ এর কিছু না বলা গল্প থাকবে ২০২৫ এ। ‘প্রজাপতি ২’ প্রজাপতি ছবিটির সিক্যুয়েল। নিশ্চিত ভাবে, এবার বলা যেতে পারে মিঠুন চক্রবর্তীই থাকছেন দেবের বাবা হিসেবে। আর ২০২২ এর মতো ২০২৫ এও শীতে অর্থাৎ দেবের জন্মদিনের সময় বড় পর্দায় উড়বে ‘প্রজাপতি ২’।
শ্যুটিং শুরু মার্চে (Projapoti 2)
টলি পাড়ার ফিসফাস বলছে, এই ছবির (Projapoti 2) শুটিং শুরু হবে মার্চ মাস থেকে। লন্ডনে হবে শ্যুটিং। যদিও কলকাতায় কিছু অংশের শ্যুটিং হবে নাকি পুরোটাই লন্ডনে, সেটা জানা যায়নি। তাছাড়া নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন ২০২১, ২০২২ এবং ২০২৩। এই তিন বছরের ক্রিসমাস মানেই ছিল বাংলার বক্স অফিসে একটা নতুন টাটকা ছবি। যেখানে একসাথে হাজির দেব, অভিজিৎ সেন এবং অতনু রায় চৌধুরী। ২০২৪ এ সেই নিয়মের ব্যতিক্রম হয়। তবে ২০২৫ এ তার পুনরাবৃত্তি হবে না। তাই বছর শুরুতেই ঘোষণা দিয়েছিলেন দেব।
আরও পড়ুন: Ram Charan Fan Dead: অল্লুর পর রামচরণ! গেম চেঞ্জারের প্রচারে এসে বিপত্তি!
ছবির নাম বদল
‘প্রজাপতি ২’ এর আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে জানুয়ারির ১ তারিখে। এছাড়াও দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত ‘ এই বছরের পুজোর ছবি। প্রযোজনায় এসভিএফ । এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে। প্রথমে ‘প্রজাপতি ২’ ছবির নাম রাখা হয়েছিল প্রতীক্ষা। গল্প আলাদা রকমের ছিল। কিন্তু সেই নাম বদলে রাখা হয় ‘প্রজাপতি ২’।
আরও পড়ুন: Prosenjit Chatterjee: ছেলের সঙ্গে ডান্স ফ্লোর মাতালেন প্রসেনজিৎ, ফিরল পুরনো নস্টালজিয়া
দেবের নায়িকা হচ্ছেন কে?
কে নায়িকা হবেন তা ঠিক হয়নি। শোনা গিয়েছিল, চিত্রনাট্য লেখা হলে মানানসই কোনও নায়িকাকে বেছে নেওয়া হবে। তবে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবা হয়েছিল মিঠুন চক্রবর্তীর চরিত্র নিয়ে। চলছিল আলোচনা পর্ব। এবার সেখানেই সিলমোহর পড়ল। এবার প্রথমবার দেবের বিপরীতে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের জনপ্রিয় নায়িকা তাসনিয়া ফারিনের। শোনা যাচ্ছে, ভিসা সংক্রান্ত সমস্যার কারণে তাঁর কাজ করা হয়নি। দেবের বিপরীতে এখনও নায়িকা কে হবেন, তা জানা যায়নি। এছাড়াও টলিপাড়ায় গুঞ্জন উঠেছিল, আগের সফরে দেবের বিপরীতে যেহেতু দেখা গিয়েছিল শ্বেতা ভট্টাচার্যকে, তাই সেই ধারাবাহিকতা বজায় থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে শ্বেতার নাম উড়িয়ে দেওয়া যায় না। তবে সামনেই শ্বেতা বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। তাই আপাতত ‘প্রজাপতি ২’ নায়িকা কে হবেন, সেই উত্তর এখনও অধরা।