ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ এর শীতে দেব-অভিজিৎ জুটি বাংলার দর্শককে দিতে চলেছে বড় উপহার। নতুন বছরের শুরুতেই জানা গিয়েছিল, চলতি বছরেই আসছে ‘প্রজাপতি ২’ (Projapoti 2)। কবে থেকে শুটিং শুরু? কোথায় চলবে শুটিং? এই ছবি নিয়ে এবার পাওয়া গেল বড় আপডেট। কী বললেন ছবির পরিচালক অভিজিৎ সেন (Avijit Sen)?
নায়িকার ভূমিকায় কে? (Projapoti 2)
মূলত প্রজাপতি ছবির সিক্যুয়েল ‘প্রজাপতি ২’ (Projapoti 2)। একসময় বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল ‘প্রজাপতি’। স্বাভাবিক ভাবেই ‘প্রজাপতি ২’ নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। প্রজাপতিতে শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধেছিলেন দেব (Dev)। তবে এই ছবির সিক্যুয়েলে দেবের সঙ্গে নায়িকার ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। মাঝে শোনা গিয়েছিল, তাসনিয়া ফারিনের নাম। তবে সেই খবরে এখনও সিলমোহর পড়েনি। এর আগেও দেব, অতনু এবং অভিজিতের জুটি বাংলা ইন্ডাস্ট্রিকে একাধিক হিট ছবি উপহার দিয়েছে। এখনও দর্শক মনে রেখেছে ‘টনিক’ ছবি। ফ্যামিলি ড্রামা দিয়ে যে ‘প্রজাপতি ২’ পুনরায় বাজিমাত করতে চলেছে, তা বলাই বাহুল্য।
নাম পরিবর্তন (Projapoti 2)
‘প্রজাপতি ২’ (Projapoti 2) এর আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে জানুয়ারির ১ তারিখে। এছাড়াও দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত ‘ এই বছরের পুজোর ছবি। প্রযোজনায় এসভিএফ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে। প্রথমে ‘প্রজাপতি ২’ ছবির নাম রাখা হয়েছিল প্রতীক্ষা। গল্প আলাদা রকমের ছিল। কিন্তু সেই নাম বদলে রাখা হয় ‘প্রজাপতি ২’।
আরও পড়ুন: TRP List: টিআরপিতে অপ্রতিদ্বন্দ্বী পরিণীতা, ঘটল রদবদল! প্রথম পাঁচে কারা?
চলছে চিত্রনাট্য লেখার কাজ
‘প্রজাপতি ২’ এর পরিচালক অভিজিৎ সেন ট্রাইব টিভিকে জানান, প্রি প্রোডাকশনের কাজ চলছে। চিত্রনাট্য লেখা হচ্ছে। চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষের দিকে। খুব শীঘ্রই তারা ফ্লোরে যাওয়ার প্রস্তুতিও নিয়েছেন। জুন মাসের শুরুর দিকে কিংবা জুন মাসের মাঝামাঝি থেকে শুটিং শুরু হয়ে যেতে পারে।
আরও পড়ুন: Abhijeet Bhattacharya: শিল্পীদের অসম্মান করেন এ আর রহমান! বিস্ফোরক অভিযোগ অভিজিতের
শুটিংয়ের জন্য উৎসাহিত মিঠুন
পরিচালক জানান, ‘প্রজাপতি ২’ এর বেশিরভাগ শুটিং হবে কলকাতায়। বিদেশের মাটিতেও শুট করার ইচ্ছা আছে। প্রজাপতিতে কলকাতার পাহাড়ি অঞ্চলের বহু দৃশ্য উঠে এসেছিল। তবে ‘প্রজাপতি ২’ আরও বড় রূপে পর্দায় ধরা দিতে চলেছে। গুরত্বপূর্ণ ভূমিকায় থাকবেন দেব এবং মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী ইতিমধ্যেই এই ছবির জন্য শুটিং-এ ফ্লোরে যেতে ভীষণ ভাবে উৎসাহিত। একদিকে চলছে ডান্স বাংলা ডান্সের শুটিং। অপরদিকে সিনেমার শুটিং করবেন তিনি। পরিচালক অভিজিৎ সেনের বক্তব্য, পর্দায় বাবা ছেলের জুটিকে অনবদ্য রূপে তুলে ধরতে তিনি আপ্রাণ চেষ্টা করছেন। দর্শক যাতে প্রজাপতির থেকে ‘প্রজাপতি ২’ কে আরও বেশি সাফল্যের সাথে গ্রহণ করে, সেই চেষ্টাই করছেন তিনি।