Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বকেয়া অর্থ না মেলায় রীতিমতো অগ্নিগর্ভ বজবজের (Budge Budge) আইওসি (ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন) প্লান্ট। ওভারলোডিং কাজের টাকা না পাওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা গ্যাস সিলিন্ডার কাঁধে নিয়ে প্লান্ট চত্বরে গ্যাস ছেড়ে দেয়। মুহূর্তে এলাকা ঢেকে যায় ঘন ধোঁয়ায়, ছড়িয়ে পড়ে আতঙ্ক।
গ্যাস সিলিন্ডার নিয়ে ধুন্ধুমার (Budge Budge)
সূত্রের খবর, ৩ বছর ধরেই শ্রমিকদের প্রাপ্য অর্থ বকেয়া ছিল। বারংবার প্রশাসন ও কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় মঙ্গলবার বিকেল থেকে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তেজনা চরমে ওঠে। গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে আতঙ্ক তৈরি করা হয়, যা নিয়ন্ত্রণে আনতে কার্যত হিমশিম খায় পুলিশ প্রশাসন। বেশ কয়েকটি মোটরবাইকও ভাঙচুর করা হয় বলে খবর।
আরও পড়ুন: BJP State President: পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি কে? ৩ জুলাই বঙ্গ-বিজেপির নতুন সভাপতি ঘোষণা
এই অবস্থায় আন্দোলনরত এক শ্রমিক বলেন, “আমরা তো পেটের জন্য কাজ করি? অথচ আমাদের কেউ দেখছে না? সব নেতাদের বলেছি। আজ পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এক সপ্তাহে তিনবার মিটিং হয়েছে। কিছুই দিচ্ছে না। তিন বছর ধরে টাকা দেয় না। আমরা প্রায় ১ লক্ষের মতো টাকা পাব। এখন বলছে তিন শতাংশ টাকা দেবে। এটা হয় নাকি?”

পুলিশের লাঠিচার্জ (Budge Budge)
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে যান দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার রাহুল গোস্বামী। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে হাতে লাঠি তুলে নেন তিনি। তাঁর নেতৃত্বে পুলিশ লাঠিচার্জ চালায়। রাতভর চলে চিরুনি তল্লাশি, ধরা পড়ে একাধিক দুষ্কৃতী। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও (রাত ১১টা ২০) পর্যন্ত চল্লিশ জনকে গ্রেফতার করেছে বজবজ (Budge Budge) থানার পুলিশ। প্লান্টের নিরাপত্তার জন্য এখনও মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এলাকা এখনও থমথমে।
এদিকে, এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। প্লান্টের চারপাশে গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। আতঙ্কে রাতভর ঘুমোতে পারেননি আশেপাশের বাসিন্দারা। একাংশের অভিযোগ, শ্রমিকদের দীর্ঘদিনের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখেনি কর্তৃপক্ষ, যার ফলেই এই চরম পরিস্থিতির সৃষ্টি।