ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ প্রক্রিয়ায় ‘বৈধ অথচ চাকরিহারা’ শিক্ষকদের একাংশ (Protesting Teachers Hunger Strike) ফের পথে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এসএসসি দফতরের সামনে শুরু হয়েছে তাঁদের লাগাতার অনশন। আন্দোলনকারীদের দাবি, যোগ্য প্রার্থীদের নামের তালিকা এবং ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করুক এসএসসি।
দাবি পূরণ না-হওয়া পর্যন্ত আন্দোলন (Protesting Teachers Hunger Strike)
বুধবার থেকেই অবস্থানে বসেছিলেন কিছু চাকরিহারা (Protesting Teachers Hunger Strike) শিক্ষক। বৃহস্পতিবার সেই অবস্থান পরিণত হল অনশনে। অনশন কর্মসূচির সূচনায় বসেছেন পঙ্কজ রায় নামে এক প্রার্থী। তাঁর পাশাপাশি আরও তিন জন প্রার্থী অনশনে শামিল হওয়ার প্রস্তুতি নিয়েছেন। ‘এসএসসি ২০১৬ প্যানেলের বৈধ চাকরিহারা সমাজ’ মঞ্চের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, দাবি পূরণ না-হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
মুখপাত্রের বক্তব্য (Protesting Teachers Hunger Strike)
মঞ্চের অন্যতম মুখপাত্র সুমন বিশ্বাস বলেন, “এসএসসি-র চেয়ারম্যান বলেছেন যোগ্য প্রার্থীদের নাম প্রকাশ করা হবে। কিন্তু সময়সীমা বলেননি। যদি তাঁদের সদিচ্ছা থাকে, তা হলে তালিকা প্রকাশে এত সময় লাগার কথা নয়। কারণ ওএমআরের মিরর ইমেজ আগেই অনলাইনে আপলোড করা হয়েছিল।”
“পিছু হটব না।”
এও জানা গিয়েছে, অনশনকারীরা বুধবার রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। কিন্তু প্রশাসনের তরফে ন্যূনতম সহানুভূতিও দেখানো হয়নি বলে অভিযোগ। তাঁরা বলেন, “ত্রিপল পর্যন্ত বিছাতে দেওয়া হয়নি। রোদ, বৃষ্টি যাই হোক না কেন, এবার আমরা অনশনে বসব। পিছু হটব না।”
শিক্ষা দফতরের সামনে বিক্ষোভ
বৃহস্পতিবারের কর্মসূচির পাশাপাশি অন্যান্য জায়গায়ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় শিক্ষা দফতরের (ডিআই অফিস) সামনে বিক্ষোভ হয়। সেই প্রেক্ষিতেই কসবায় পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে এ দিন দুপুর ১২টা থেকে শিয়ালদহ থেকে রানি রাসমণি পর্যন্ত প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে।
আত্মত্যাগ করতেও প্রস্তুত
শুধু এখানেই থেমে থাকছে না আন্দোলন। শুক্রবার ‘এসএসসি অভিযান’-এর কর্মসূচি নিয়েছেন আন্দোলনকারীরা। সুমন বিশ্বাস বলেন, “আমরা বহুদিন ধরে ধৈর্য ধরেছি। আর নয়। আমাদের মধ্যে কেউ কেউ আত্মত্যাগ করতেও প্রস্তুত। সাধারণ মানুষ এবং নাগরিক সমাজের কাছে আবেদন, পাশে থাকুন।”
বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি
বুধবারই সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এসএসসি দফতরে গিয়েছিলেন সুমন। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকের পর অভিজিৎ এসএসসি-কে দুই দিন সময় দিয়েছেন ওএমআরের মিরর ইমেজ প্রকাশের জন্য। না হলে শনিবার থেকে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আরও পড়ুন: Waqf Property: ওয়াকফ সম্পত্তি ‘জবরদখল’ বিতর্ক, রিপোর্টে জড়িত তৃণমূলের একাধিক নেতা!
চাপ বাড়ছে এসএসসি ও রাজ্য সরকারের উপর। কতটা দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে এই সমস্যার সমাধান হয়, সেদিকেই নজর থাকবে শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষ ও সাধারণ মানুষের।